পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুই সন্তান কোলে দায়িত্বশীল বিরাট, বেটার-হাফকে জন্মদিনের 'নিঃশব্দ' অভিনন্দন অনুষ্কার - ANUSHKA WISHES VIRAT

আজ সাঁইত্রিশে পা দিলেন বিরাট কোহলি ৷ বিশেষ দিনে ভারতীয় ক্রিকেটারকে শুভেচ্ছা অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মার ৷ কী পোস্ট করলেন অভিনেত্রী?

ANUSHKA SHARMA AND VIRAT KOHLI
অনুষ্কা ও বিরাট (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 5, 2024, 5:59 PM IST

হায়দরাবাদ, 5 নভেম্বর: দুই সন্তানের অভিভাবক ৷ তাই আগের চেয়ে এখন আরও বেশি পরিণত দু'জনে ৷ আগে হামেশাই সোশাল মিডিয়ায় 'কাপল গোল' দেওয়া বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা এখন অনেক বেশি সিলেকটিভ সোশাল মিডিয়ায় ৷ মঙ্গলবার প্রিয়তমর জন্মদিনে তাঁকে খানিকটা নিঃশব্দেই অভিনন্দন জানালেন অভিনেত্রী স্ত্রী ৷

এদিন সাঁইত্রিশে পা দিলেন 'রানমেশিন' বিরাট কোহলি ৷ রাত 12টা বাজতেই সোশাল মিডিয়ায় বিভিন্ন ফ্য়ান পেজগুলোতে উপচে পড়েছে পোস্ট ৷ বিরাটকে অভিনন্দন জানাচ্ছে আসমুদ্র-হিমাচল ৷ কিন্তু ব্যতিক্রমী ক্রিকেটারের অর্ধাঙ্গিনী ৷ আড়ম্বরের ত্রিসীমানায় না-গিয়ে এক ছিমছাম ইনস্টা পোস্টে বিরাটকে বার্থডে-উইশ করলেন তিনি ৷ তবে যে ছবি তিনি পোস্ট করেছেন তার গভীরতা অনেকটা ৷

মেয়ে ভামিকা এবং খুদে পুত্রসন্তান অকায়কে নিয়ে এখন সুখের সংসার 'বিরুষ্কা'র ৷ এদিন সোশাল মিডিয়ায় সেই সুখী গৃহকোণেরই একটি ছবি পোস্ট করেন 'পরী' অভিনেত্রী ৷ যেখানে বিরাটকে দেখা যাচ্ছে তাঁর দুই সন্তানের সঙ্গে ৷ পুত্র অকায়কে বেবি ক্য়ারিয়ার ব্যাগে নিয়ে আর কন্যা ভামিকাকে কোলে নিয়ে পিতৃত্বের অনুভূতি চেটেপুটে নিচ্ছেন বিরাট ৷ সেটা তাঁর হাসিতেই স্পষ্ট ৷ ব্যাকগ্রাউন্ডে 'হোলো কভস'-এর ব্লেসিং মিউজিক ট্র্যাকটি চললেও ক্যাপশনে মাত্র দু'টো ইমোজি দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন 'সুপার মম' অনুষ্কা ৷

অভিনেত্রীর পোস্ট থেকেই স্পষ্ট সংসারের বাইশ গজে বিরাট এখন একজন দায়িত্বশীল পিতা ৷ যদিও দুই সন্তানের মুখ ইমোজিতে ঢেকে রেখেছেন অনুষ্কা ৷ তবুও বিরাটকে পেয়ে তাঁর দুই সন্তান যে যারপরনাই খুশি, সেটা স্পষ্ট ছবিতে ৷ 2021 ভামিকার জন্মের তিনবছর পর চলতি বছরের শুরুতেই পুত্র অকায়ের জন্ম দিয়েছেন অনুষ্কা ৷

তবে বাইশ গজের পারফরম্য়ান্সের নিরিখে এবারের জন্মদিনটা হয়তো ভুলতে চাইবেন বিরাট ৷ কারণ তাঁর জন্মদিনের আটচল্লিশ ঘণ্টা আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত ৷ তিনম্য়াচের সিরিজে বিরাটের পারফরম্য়ান্সও আতসকাচের তলায় ৷ বিভিন্ন মহল থেকে লাল বলের ক্রিকেটে বিরাটের অবসর নেওয়ারও দাবি উঠেছে ৷ প্রশ্ন উঠছে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাওয়া নিয়েও ৷ কিছুদিনের মধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে যাবে 80টি আন্তর্জাতিক শতরানের মালিক বিরাট কোহলি ৷ সেখানে কি কথা বলবে তাঁর ব্য়াট? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details