প্যারিস, 9 অগস্ট: ভিনেশ ফোগতের পদক হাতছাড়ার দুঃখ বোধহয় ঘুচল খানিকটা । পুরুষদের 57 কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন আমন শেরাওয়াত । শুক্রবার ব্রোঞ্জ পদক ম্যাচে পুয়ের্তো রিকোর ডারিয়ান ক্রুজকে পরাজিত করলেন হরিয়ানার 21 বছরের পালোয়ান । সেইসঙ্গে দেশের কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে পদক দেওয়ারও নজির গড়লেন তিনি ।
বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনালে টেকনিক্যাল সুপিয়রিটিতে জিতে সেমিতে পৌঁছেছিলেন আমন । পরাজিতের তালিকায় ছিলেন আলবেনিয়ার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নও । ভিনেশ ফোগতের অনভিপ্রেত ঘটনার পর ফের কুস্তিতে পদকের স্বপ্ন দেখতে শুরু করে ভারত । যদিও সেমিতে হেরে সোনা-রুপো হাতছাড়া হয় হ্যাংঝাউ এশিয়াডে ব্রোঞ্জজয়ীর । শেষ চারে আমন হারেন রিও অলিম্পিক্সের রুপোজয়ী জাপানের রেই হিগুচির কাছে ।
তবে এদিন ব্রোঞ্জ পদকের ম্যাচে সেমির হার থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই বদ্ধপরিকর ছিলেন 2023 এশিয়ান চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী । আমনের পুয়ের্তো রিকোর প্রতিদ্বন্দ্বী এদিন শুরুতে পয়েন্টের খাতা খুললেও পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেন ভারতীয় পালোয়ান । আমনের আগ্রাসী মনোভাবের কাছেই এদিন হার মানতে হয় পুয়ের্তা রিকোর কুস্তিগীরকে । শেষ পর্যন্ত 13-5 ব্যবধানে জিতে সপ্তম ভারতীয় পালোয়ান হিসেবে 'দ্য গ্রেটেস্ট শো আর্থে' পদক আনলেন আমন ।
এই নিয়ে টানা পঞ্চম অলিম্পিক্সে কুস্তি থেকে পদক আনল ভারত । অতিরিক্ত ওজনের জেরে ভিনেশ বাতিল ঘোষিত হওয়ার পর মনে হয়েছিল প্যারিসে বুঝি কুস্তি থেকে পদক অধরাই রইবে । কিন্তু তা হতে দিলেন না আমন । গত অলিম্পিক্সে 57 কেজি বিভাগেই রুপো এনেছিলেন রবি কুমার দাহিয়া ।
একনজরে অলিম্পিক্সে ভারতের কুস্তিতে পদক:
কেডি যাদব- (1952)