ETV Bharat / bharat

ধরাশায়ী আপের বিজয়ী অতিশী'র নাচ ! 'নির্লজ্জ আচরণ', কটাক্ষ স্বাতীর - DELHI ELECTIONS 2025

কালকাজি বিধানসভা থেকে জিতে মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা ৷ শনির রাতে ডিজে গানের তালে নাচতে দেখা গেল জয়ী অতিশীকে ৷

DELHI ELECTIONS 2025
অতিশী মারলেনা (পিটিআই)
author img

By ANI

Published : Feb 9, 2025, 1:01 PM IST

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা ভোটে বিজেপির কাছে আপের তাবড় নেতারা একে একে পরাজিত হয়েছেন ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া থেকে সত্যেন্দ্র জৈন, সৌরভ ভরদ্বাজ, সোমনাথ ভারতীর মতো আপ প্রার্থীরা মুখরক্ষা করতে পারেননি ৷ কিন্তু, সেখানে 'ঝাঁড়ু উঁচিয়ে' রেখেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী ৷ খুশির জোয়ারে ভেসে ডিজে গানে নাচতে দেখা গেল তাঁকে ৷ শনিবার রাতে আপনেত্রীর ভিডিয়ো ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লেন তিনি ৷

রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল অতিশীর ভাইরাল হওয়া ভিডিয়ো পোস্ট করে এক্সে লিখলেন, "কেমন নির্লজ্জ প্রদর্শন? দল হেরে গেল আর অতিশী মারলেনা এভাবে তাঁর জয় উদযাপন করছেন!" উল্লেখ্য, কালকাজি বিধানসভা কেন্দ্রে আপ-বিজেপি-কংগ্রেস ত্রিমুখী লড়াইয়ে গেরুয়া প্রার্থী রমেশ বিধূড়ীকে 3 হাজার 521 ভোটে পরাজিত করেন আপ নেত্রী অতিশী ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 48.8 শতাংশ ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিতর্কিত বক্তব্যের জন্য খবরের শিরোনামে বারবার স্থান পাওয়া বিজেপির রমেশ বিধূড়ী ৷

এদিকে, জয়ের পর অতিশী গতকাল বলেন, "আমি কালকাজির মানুষদের ধন্যবাদ জানাই, তাঁরা আমার প্রতি আস্থা রেখেছেন। আমার দলের প্রতিও কৃতজ্ঞ, যাঁরা 'বাহুবল'-এর বিরুদ্ধে লড়েছেন। তবে এটি আনন্দের মুহূর্ত নয় ৷" কিন্তু, তারপরই শনিবার রাতে কালকাজিতে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশ্নের মুখে পড়েছেন অতিশী।

তবে কেন এমন পোস্ট করলেন স্বাতী মালিওয়াল? আসলে কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছিলেন তিনি। দাবি ছিল, কেজরিওয়ালের বাসভবনেই তাঁকে হেনস্থা করেছিলেন বৈভব। চড় থেকে শুরু করে একাধিক লাথি মারা হয় তাঁকে! প্রাথমিক পর্যায়ে ঘটনার নিন্দা করা হলেও কিছুদিনের মধ্যে অবস্থান বদলে ফেলে আপ।

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা ভোটে বিজেপির কাছে আপের তাবড় নেতারা একে একে পরাজিত হয়েছেন ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া থেকে সত্যেন্দ্র জৈন, সৌরভ ভরদ্বাজ, সোমনাথ ভারতীর মতো আপ প্রার্থীরা মুখরক্ষা করতে পারেননি ৷ কিন্তু, সেখানে 'ঝাঁড়ু উঁচিয়ে' রেখেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী ৷ খুশির জোয়ারে ভেসে ডিজে গানে নাচতে দেখা গেল তাঁকে ৷ শনিবার রাতে আপনেত্রীর ভিডিয়ো ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লেন তিনি ৷

রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল অতিশীর ভাইরাল হওয়া ভিডিয়ো পোস্ট করে এক্সে লিখলেন, "কেমন নির্লজ্জ প্রদর্শন? দল হেরে গেল আর অতিশী মারলেনা এভাবে তাঁর জয় উদযাপন করছেন!" উল্লেখ্য, কালকাজি বিধানসভা কেন্দ্রে আপ-বিজেপি-কংগ্রেস ত্রিমুখী লড়াইয়ে গেরুয়া প্রার্থী রমেশ বিধূড়ীকে 3 হাজার 521 ভোটে পরাজিত করেন আপ নেত্রী অতিশী ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 48.8 শতাংশ ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিতর্কিত বক্তব্যের জন্য খবরের শিরোনামে বারবার স্থান পাওয়া বিজেপির রমেশ বিধূড়ী ৷

এদিকে, জয়ের পর অতিশী গতকাল বলেন, "আমি কালকাজির মানুষদের ধন্যবাদ জানাই, তাঁরা আমার প্রতি আস্থা রেখেছেন। আমার দলের প্রতিও কৃতজ্ঞ, যাঁরা 'বাহুবল'-এর বিরুদ্ধে লড়েছেন। তবে এটি আনন্দের মুহূর্ত নয় ৷" কিন্তু, তারপরই শনিবার রাতে কালকাজিতে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশ্নের মুখে পড়েছেন অতিশী।

তবে কেন এমন পোস্ট করলেন স্বাতী মালিওয়াল? আসলে কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছিলেন তিনি। দাবি ছিল, কেজরিওয়ালের বাসভবনেই তাঁকে হেনস্থা করেছিলেন বৈভব। চড় থেকে শুরু করে একাধিক লাথি মারা হয় তাঁকে! প্রাথমিক পর্যায়ে ঘটনার নিন্দা করা হলেও কিছুদিনের মধ্যে অবস্থান বদলে ফেলে আপ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.