ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস পরিষেবা, তৎপরতা ট্রাফিক বিভাগেও - MADHYAMIK EXAM 2025

মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করল পরিবহণ দফতর ৷ যান চলাচল মসৃণ রাখতে তৎপর ট্রাফিক বিভাগও ৷

ETV BHARAT
মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস পরিষেবা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 12:58 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 9 লক্ষ 84 হাজার 753 । সারা রাজ্যজুড়ে 2683 গুলি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা । পরীক্ষার্থীরা যাতে নির্ঝঞ্ঝাটে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেজন্য সোমবার থেকে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে থাকছে বিশেষ ব্যবস্থা । পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে ।

সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক । পরীক্ষার দিনগুলোতে যাতে পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্ত কেউ যাতায়াত করার ক্ষেত্রে কোনও সমস্যায় না পড়েন, সে দিকে বিশেষ নজর রয়েছে প্রশাসনের ৷ পাশাপাশি ওই দিনগুলোর ব্যস্ততায় সাধারণ মানুষেরও যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হবে । তবে পরীক্ষা চলাকালীন কলকাতা মেট্রোরেল নেটওয়ার্কে সিগন্যালিংয়ের কাজের জন্য যেহেতু পুরো গ্রিন লাইন বন্ধ রাখবে, তাই এই বিষয়টি কিছুটা হলেও চিন্তার ছাপ ফেলেছে অভিভাবকদের কপালে ।

তবে অভিভাবকদের দুশ্চিন্তা দূর করে দুই শিফটে চালানো হবে পর্যাপ্ত সংখ্যায় বাস । এমনকি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে পরীক্ষার দিনগুলোতে কোথা থেকে কোথায় এবং কখন মিলবে ট্রাম তাও উল্লেখ করা হয়েছে । বিজ্ঞপ্তি অনুসারে যেসব বাস ও ট্রাম পরীক্ষার জন্য পরিষেবা দেবে, সেগুলির সামনে বড় ও স্পষ্ট করে 'Examination Special' লেখা বোর্ড লাগাতে হবে ।

এই বাসগুলি 10, 11, 17, 18, 19, 20 ও 22 ফেব্রুয়ারি পরিষেবা দেবে । এই বাসগুলোতে নির্ধারিত ফেয়ার চার্ট অনুসারেই ভাড়া নিতে হবে । এছাড়াও পরীক্ষার দিনগুলোতে দুটি শিফটে রাস্তায় বাসের সংখ্যা পর্যাপ্ত করা হবে সকাল 6.30 থেকে সকাল 10টা এবং আবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত ।

পরিবহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে যাতে কোনও সমস্যা না হয়, তাই পরীক্ষার দিনগুলোতে একটি নন এসি বাস এসপ্ল্যানেড বাস ডিপোতে রাখা থাকবে । সকাল 8.30টা থেকে বেলা 3টে পর্যন্ত এসপ্ল্যানেড ডিপোতে রাখা থাকবে ওই বাসটি । এছাড়াও রাস্তায় যাতে যান চলাচল স্বাভাবিক থাকে তাই ট্রাফিক বিভাগের পক্ষ থেকেই বাড়তি ব্যবস্থা নেওয়া হবে ।

পরীক্ষার দিনগুলিতে যাতায়াতের ক্ষেত্রে পরীক্ষার্থীদের যদি কোনও রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রে জরুরি নম্বরে ফোন করে জানানো হলে দ্রুত সমাধান করা হবে : ফোন নম্বর - 8697733391/92৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অতিরিক্ত বাস চালানো হবে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 9 লক্ষ 84 হাজার 753 । সারা রাজ্যজুড়ে 2683 গুলি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা । পরীক্ষার্থীরা যাতে নির্ঝঞ্ঝাটে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেজন্য সোমবার থেকে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে থাকছে বিশেষ ব্যবস্থা । পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে ।

সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক । পরীক্ষার দিনগুলোতে যাতে পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্ত কেউ যাতায়াত করার ক্ষেত্রে কোনও সমস্যায় না পড়েন, সে দিকে বিশেষ নজর রয়েছে প্রশাসনের ৷ পাশাপাশি ওই দিনগুলোর ব্যস্ততায় সাধারণ মানুষেরও যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হবে । তবে পরীক্ষা চলাকালীন কলকাতা মেট্রোরেল নেটওয়ার্কে সিগন্যালিংয়ের কাজের জন্য যেহেতু পুরো গ্রিন লাইন বন্ধ রাখবে, তাই এই বিষয়টি কিছুটা হলেও চিন্তার ছাপ ফেলেছে অভিভাবকদের কপালে ।

তবে অভিভাবকদের দুশ্চিন্তা দূর করে দুই শিফটে চালানো হবে পর্যাপ্ত সংখ্যায় বাস । এমনকি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে পরীক্ষার দিনগুলোতে কোথা থেকে কোথায় এবং কখন মিলবে ট্রাম তাও উল্লেখ করা হয়েছে । বিজ্ঞপ্তি অনুসারে যেসব বাস ও ট্রাম পরীক্ষার জন্য পরিষেবা দেবে, সেগুলির সামনে বড় ও স্পষ্ট করে 'Examination Special' লেখা বোর্ড লাগাতে হবে ।

এই বাসগুলি 10, 11, 17, 18, 19, 20 ও 22 ফেব্রুয়ারি পরিষেবা দেবে । এই বাসগুলোতে নির্ধারিত ফেয়ার চার্ট অনুসারেই ভাড়া নিতে হবে । এছাড়াও পরীক্ষার দিনগুলোতে দুটি শিফটে রাস্তায় বাসের সংখ্যা পর্যাপ্ত করা হবে সকাল 6.30 থেকে সকাল 10টা এবং আবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত ।

পরিবহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে যাতে কোনও সমস্যা না হয়, তাই পরীক্ষার দিনগুলোতে একটি নন এসি বাস এসপ্ল্যানেড বাস ডিপোতে রাখা থাকবে । সকাল 8.30টা থেকে বেলা 3টে পর্যন্ত এসপ্ল্যানেড ডিপোতে রাখা থাকবে ওই বাসটি । এছাড়াও রাস্তায় যাতে যান চলাচল স্বাভাবিক থাকে তাই ট্রাফিক বিভাগের পক্ষ থেকেই বাড়তি ব্যবস্থা নেওয়া হবে ।

পরীক্ষার দিনগুলিতে যাতায়াতের ক্ষেত্রে পরীক্ষার্থীদের যদি কোনও রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রে জরুরি নম্বরে ফোন করে জানানো হলে দ্রুত সমাধান করা হবে : ফোন নম্বর - 8697733391/92৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অতিরিক্ত বাস চালানো হবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.