পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আজারাই যেন নর্থ-ইস্টের 'আলাদিন', আইএসএলে গোলের নজির মরক্কো স্ট্রাইকারের - ISL 2024 25

আইএসএলে গোলের নজির মরক্কো স্ট্রাইকারের ৷ ভেঙে দিলেন এলানো ব্লুমারের এক দশক আগের রেকর্ড ৷ কী করলেন তিনি?

ALAAEDDINE AJARAIE
আলাদিন আজারাই (NORTHEAST UNITED FC TWITTER)

By ETV Bharat Sports Team

Published : Nov 4, 2024, 4:05 PM IST

হায়দরাবাদ, 4 নভেম্বর: অভিষেকেই আইএসএলে অনন্য নজির গড়ে ফেললেন নর্থ-ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারাই ৷ রবিবার ওড়িশা এফসি'র বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে টপকে গেলেন এলানো ব্লুমারকে ৷ প্রাক্তন ব্রাজিলিয়ান তারকার টানা ছ'ম্য়াচে গোলের নজির ভেঙে আইএসএলের প্রথম সাত ম্যাচে টানা গোলের নজির গড়লেন নর্থ-ইস্টের 'আলাদিন' ৷ সেইসঙ্গে সাত ম্যাচে 9 গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষে পোক্ত করলেন অবস্থান ৷

রবিবার ওড়িশার বিরুদ্ধে নামার আগে এলানোর সঙ্গে একইমেরুতে দাঁড়িয়েছিলেন আলাদিন ৷ এদিন জোড়া গোল আসে মরক্কো ফুটবলারের থেকে ৷ যার মধ্যে প্রথম গোলের সঙ্গে সঙ্গে আইএসএলের ইতিহাসে নাম তুলে ফেলেন আশরাফ হাকিমির দেশের ফুটবলার ৷ এদিন ম্যাচের 12 মিনিটেই এলানো ব্লুমারের নজির টপকে যান আলাদিন ৷ প্রথমার্ধেই আরও একবার স্কোরশিটে নাম তুলে সর্বাধিক গোলদাতা তালিকার শীর্ষে আর্মান্দো সাদিকুর সঙ্গে নিরাপদ ব্যবধান তৈরি করে নেন ৷

শুধু গোল করেই থামেননি ৷ দলের জয়সূচক গোলের অ্যাসিস্ট আসে মরক্কানের পা থেকেই ৷ 71 মিনিটে তাঁর বাড়ানো বল ধরেই নর্থ-ইস্টের জয় নিশ্চিত করেন গুইলেরমো ফার্নান্দেজ ৷ সেইসঙ্গে প্রথম সাত ম্যাচে দলের হয়ে 13টি গোলের পিছনে অবদান রাখলেন আলাদিন ৷ এর মধ্যে 9টি গোল ও চারটি অ্যাসিস্ট ৷ 2014 সালে আইএসএলের আত্মপ্রকাশ মরশুমে চেন্নাইয়িনের হয়ে প্রথম ছ'ম্যাচেই টানা গোল করেছিলেন এলানো ৷ অর্থাৎ, আলাদিন আজারাইয়ের পারফরম্য়ান্সে ভেঙে গেল এক দশকের সেই রেকর্ড ৷

যদিও আইএসএলে টানা সর্বাধিক ম্যাচে গোলের নজির রয়েছে প্রাক্তন নাইজেরিয়ার ফরোয়ার্ড কালু উচের ৷ দিল্লি ডায়নামোজের জার্সিতে আট ম্য়াচে টানা গোল করেছিলেন তিনি ৷ আলাদিন যেভাবে এগোচ্ছেন কালু উচের সেই নজির আর অক্ষত নাও থাকতে পারে চলতি মরশুমে ৷ পাশাপাশি আলাদিনের আশ্চর্য পারফরম্যান্সে লিগ টেবিলেও দারুণ জায়গায় 'হাইল্য়ান্ডার্স' ৷ আগের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে 5-0 জয়েও জোড়া গোল করেছিলেন মরক্কান ৷ রবিবার জয়ের পর সাত ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পাঁচে নর্থ-ইস্ট ৷

ABOUT THE AUTHOR

...view details