কলকাতা, 10 সেপ্টেম্বর:আনোয়ার আলিকে ইস্টবেঙ্গলে সই করতে বাধা না-দিলেও মোহনবাগানের সঙ্গে ফুটবলারের চুক্তি ছিন্ন হওয়ার বিষয়টি যে নিয়মের পরিপন্থী ছিল, তা আগেই জানিয়েছিল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ৷ ফলত অপেক্ষা করছিল জরিমানা এবং নির্বাসন ৷ কিন্তু শাস্তি কিংবা জরিমানা যে এতটা সাঙ্ঘাতিক হবে, তা হয়তো ভাবেনি ইস্টবেঙ্গল কিংবা আনোয়ার আলি ৷ মঙ্গলবার অন্যায্য উপায়ে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে চার মাস নির্বাসিত হলেন আনোয়ার আলি ৷ সঙ্গে চরম শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল ৷ বাদ গেল না আনোয়ারের পেরেন্ট ক্লাব দিল্লি এফসি'ও ৷
ফেডারেশনের প্লেয়ার স্ট্য়াটাস কমিটি যে শাস্তির ঘোষণা আজ করেছে তাতে আনোয়ারকে নির্বাসনের পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি'কে পরবর্তী দু'টি ট্রান্সফার উইন্ডোতে ব্য়ান করেছে পিএসসি ৷ অর্থাৎ, আগামী জানুয়ারিতে এবং পরবর্তী সামার ট্রান্সফার উইন্ডোতে কোনও নতুন ফুটবলারকে দলে নিতে পারবে এই দুই ক্লাব ৷ এখানেই শেষ নয় ৷ আনোয়ার, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে মিলে বড় অঙ্কের জরিমানা দিতে হবে মোহনবাগানকে। অঙ্কটা 12 কোটি 90 লক্ষ টাকা ৷ যদিও এই রায়ের বিরুদ্ধে ফিফায় যেতে পারে সব পক্ষ ৷