পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরন্ত জয় রশিদদের, পাপুয়া নিউ গিনিকে হারিয়ে শেষ আটে আফগানিস্তান - T20 World Cup 2024

PNG vs AFG: পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেল আফগানিস্তান । গ্রুপ-সি থেকে আগেই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ শেষ আটে যাওয়ার টিকিট কেটে ফেলেছে ৷ এবার পৌঁছল আফগানরা ৷ সেইসঙ্গে চলতি টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড ৷

PNG vs AFG
শেষ আটে পৌঁছল আফগানিস্তান (আইসিসি এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 2:12 PM IST

ত্রিনিদাদ, 14 জুন:পাঁচ ওভার বাকি থাকতেই পাপুয়া নিউ গিনিকে গুঁড়িয়ে দিল রশিদ বাহিনী ৷ পাপুয়া নিউ গিনিকে হারিয়ে টি-20 বিশ্বকাপে সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলল আফগানরা। আফগানরা সুপার এইটে পৌঁছতে বিদায়ঘণ্টা বাজল কিউইদের ৷ 7 উইকেটে হারিয়ে প্রতিপক্ষকে 'বধ' করল রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজরা।

আজ (ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল) ত্রিনিদাদের তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে ব্যাটে গুলবাদিন নায়েব ও বল হাতে ফজলহক ফারুকী যেন রূপকথা লিখলেন ৷ নবীন উল হক ফজলহক ফারুকীদের বোলিংয়ের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউ গিনির ব্যাটাররা ৷ জবাবে ব্যাট করতে নেমে যথেষ্ট ভালোভাবেই ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নেয় আফগানরা। এদিন টসে জিতে আফগান অধিনায়ক রশিদ খানের ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা একেবারে যে সঠিক তা হাতে-কলমে বুঝিয়ে দিলেন তাঁরা ৷

পাপুয়া নিউ গিনির হয়ে একমাত্র ও সর্বোচ্চ রান করেন কিপলিন ডোরিগা ৷ 32 বলে 27 রান করেন ৷ তারপর অ্যালি নাও 19 বলে 13 রান করেন ৷ তাই ডেলিভারিতে যে আফগান বোলাররা প্রতিপক্ষকে মাটি ধরিয়েছে তা স্কোরকার্ড দেখলেই পরিষ্কার ৷ 19.5 ওভারে 10 উইকেট হারিয়ে কোনওক্রমে 95 রান তোলে আসাদ ভালারা ৷ এদিকে 4 ওভার হাত ঘুরিয়ে 16 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন ফজলহক ফারুকী ৷ নবীন উল হকও 2.5 ওভার বল করে 2টি উইকেট নেন ৷ একটি উইকেট নেন নূর আহমেদ ৷ অধিনায়ক আসাদ ভালা, চাদ সোপের, সেমো কামিয়া রানআউট হন ৷

রান তাড়া করতে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ 11 ও ইব্রাহিম জাদরান শূন্যতে প্যাভিলিয়নমুখী হন ৷ তবে ক্রিজে টিকে যান গুলাবদান নবিব ৷ 36 বলে 49 রান করে অপরাজিত থাকেন তিনি ৷ 4টি চার ও 2টি ছয় আসে তাঁর ব্যাট থেকে ৷ আজমাতুল্লাহ ওমারজাই 13 ও মহম্মদ নবি 16 রান করেন ৷ 3 উইকেট হারিয়ে 15.1 ওভারে 101 রান তুলে ম্যাচ জিতে নেন রশিদ খানরা ৷

ABOUT THE AUTHOR

...view details