পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টাইগার 'বধ' করে বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান, বিদায় অস্ট্রেলিয়ার - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

AFG vs BAN: বাংলাদেশকে 8 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান ৷ প্রথমবার কোনও বিশ্বকাপের শেষ চারে ওঠার স্বাদ পেলেন রশিদ খানরা ৷ সুপার এইটের গ্রুপ ওয়ান সেমিফাইনালে পৌঁছল ভারত ও আফগানিস্তান ৷ ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ৷ প্রথম সেমিফাইনালে প্রোটিয়াদের সামনে আফগানরা ৷ দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড ৷

T20 World Cup 2024
বল হাতে বীরবিক্রমে রশিদ (আইসিসি এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 10:40 AM IST

Updated : Jun 25, 2024, 11:12 AM IST

কিংস্টন, 25 জুন: বৃষ্টিবিঘ্নিত সুপার এইটের আফগানিস্তান-বাংলাদেশের রুদ্ধশ্বাস লড়াই ৷ বেশ কয়েকবার বৃষ্টি ম্যাচে থাবা বসানোয় বাংলাশেদের টার্গেট দাঁড়ায় 19 ওভারে 114 রান ৷ কিন্তু রশিদ ও নবীন দুরন্ত বোলিংয়ে বাংলাদেশকে 8 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান ৷ সেই সঙ্গে প্রথমবার কোনও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্নপূরণ হল আফগানদের ৷ এর ফলে সেমিফাইনালের আগেই টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিলঅস্ট্রেলিয়া

সুপার এইটের গ্রুপ ওয়ানে সোমবার রাতে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে ভারত৷ এই গ্রুপ থেকে শেষ চারে ওঠার লড়াইয়ে কিংস্টনে সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও বাংলাদেশ ৷ দুই দলের কাছে ছিল সেমিফাইনালে ওঠার হাতছানি ছিল ৷ কিন্তু টাইগার 'বধ' করে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালের স্বাদ পেলেন আফগান ক্রিকেটাররা ৷

অল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বেঙ্গল টাইগার্সের ৷ মাত্র 23 রান তিন উইকেট হারায় তারা ৷ ইনিংসের সূচনা করে লিটন দাস একদিক ধরে রাখলেও অন্য প্রান্তে বাংলাদেশ ব্যাটাররা রশিদের স্পিনের ভেলকির সামনে দাঁড়াতে পারেননি ৷ লিটন শেষ পর্যন্ত ব্যক্তিগত 54 রান অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি ৷ 17.5 ওভারে 105 রানে থেমে যায় বাংলাদেশে ইনিংস ৷ বাংলাদেশের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে সমর্থ হন ৷

4 ওভারে মাত্র 23 রান খরচ করে চার উইকেট তুলে নেন রশিদ ৷ সেই সঙ্গে এদিন টি-20 আন্তর্জাতিকে দ্রুততম 150 উইকেটের মালিক হন এই আফগান স্পিনার ৷ টপকে যান কিউয়ি পেসার টিম সাউদিকে ৷ মাত্র 92টি ম্যাচে দেড়শো উইকেটের মাইস্টোনে পৌঁছন রশিদ ৷ আর সাউদি 150 উইকেট নিয়েছিলেন 118টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে ৷ রশিদের সঙ্গে পল্লা দিয়ে চার বাংলাদেশ ব্যাটারকে ডাগ-আউটে ফেরান নবীন-উল হক ৷ 3.5 ওভারে মাত্র 26 রান দিয়ে চার উইকেট নেন তিনি ৷ সেই সঙ্গে ম্যাচের সেরা পুরস্কারও জিতে নেন নবীন ৷

এদিন টস জিতে ব্যাটিং নিয়ে স্কোর বোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হন আফগান ব্য়াটাররা ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 115 রান তোলে আফগানিস্তান ৷ রহমতুল্লা গুরবাজ সর্বোচ্চ 43 এবং রশিদ খান 19 রান করেন ৷ বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন রিশদ হোসেন 4 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট নেন ৷

সুপার এইটে গ্রুপ টু থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ৷ গ্রুপ ওয়ান থেকে ভারতের সঙ্গে সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান ৷ সোমবার সেন্ট লুসিয়ায় রোহিতবিক্রমে অস্ট্রেলিয়াকে 24 হারিয়ে সেমিফাইনালে ওঠে টিম ইন্ডিয়া ৷ আর আজ রশিদ বিক্রমে বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে ওয়ান থেকে শেষ চারে জায়গা করে নেয় আফগানিস্তান ৷

বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ৷ ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল 6টা থেকে ৷ আর এদিন দ্বিতীয় সেমিফাইনালে গায়ানায় ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামেবে ভারত ৷ ম্যাচ শুরু ভারতীয় সময় রাত 8টায় ৷

Last Updated : Jun 25, 2024, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details