কুয়ালালামপুর, 7 অক্টোবর: যুদ্ধের আবহে ইরানে এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ-টু খেলতে না-যাওয়ার বড়সড় খেসারত দিতে হল মোহনবাগানকে ৷ ট্র্য়াক্টর এফসি'র বিরুদ্ধে খেলতে না-যাওয়ার শাস্তি হিসেবে সবুজ-মেরুন অংশগ্রহণ প্রত্যাহার করেছে বলে বিবেচনায় জানাল এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ প্রতিযোগিতার নিয়মের 5.2 ধারায় বাগান অংশগ্রহণ প্রত্যাহার করেছে বলে ঘোষণা করল এশিয়ান ফুটবলের গভর্নিং বডি ৷
অংশগ্রহণের পাশাপাশি সবুজ-মেরুনের সমস্ত পয়েন্ট এবং গোল বাতিল হিসেবে গণ্য হবে বলে সোমবার জানিয়েছে এএফসি ৷ গত 2 অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স-টু'য়ে তাবরিজে গিয়ে ট্র্যাক্টর এফসি'র বিরুদ্ধে খেলার কথা ছিল মোহনবাগানের ৷ কিন্তু হেজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাহের মৃত্যু পরবর্তী সময় মধ্যপ্রাচ্যের দেশটিতে যুদ্ধের বাতাবরণ তৈরি হওয়ায় সেদেশে খেলতে যেতে অস্বীকার করে কলকাতা জায়ান্টরা ৷ নিরাপত্তার কারণে তাঁরা সে দেশে খেলতে যেতে রাজি নয়, প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানিয়ে এএফসি'কে চিঠিও লেখে তাঁরা ৷ কিন্তু বাগানের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিল এএফসি ৷