কলকাতা, 2 নভেম্বর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে ইরানে না-যাওয়ার ইস্যুতে খানিক স্বস্তি পেল মোহনবাগান ৷ সবুজ-মেরুনকে বাদ রেখেই প্রতিযোগিতা এগিয়ে যাবে, তবে এক্ষেত্রে কোনও শাস্তির সম্মুখীন হতে হচ্ছে না কলকাতা জায়ান্টদের ৷ মোহনবাগানের আবেদনের গুরুত্ব বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে এএফসি প্রতিযোগিতা কমিটি ৷ এমনকী ক্লাব বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মেনে নিয়েছে এশিয়ান ফুটবলের গভর্নিং বডি ৷
শনিবার সকালে এক সোশাল মিডিয়া পোস্টে মোহনবাগানের তরফে বিবৃতিতে জানানো হয় যে, আবেদনের ভিত্তিতে এএফসি তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে ৷ সবুজ-মেরুনের তরফে সেই বিবৃতিতে লেখা হয়, "ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে 2 নভেম্বর, 2024 মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এএফসি কম্পিটিশনস কমিটি মেনে নিয়েছে যে দল বাধ্য হয়েই খেলতে যেতে পারেনি ৷ তবে এর ফলাফল হিসেবে এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ টু-এর 5.7 ধারা অনুযায়ী কোনওরকম জরিমানা মোহনবাগান সুপার জায়ান্টের উপর লাগু হবে না ৷"