পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

11টি ছক্কা, 28 বলে সেঞ্চুরি ! IPL শুরুর আগেই ধামাকা টিম ইন্ডিয়ার ওপেনারের - ABHISHEK HITS 28 BALL CENTURY

143 রান তাড়া করতে নেমে 29 বলে খেললেন 106 রানের ইনিংস ৷ স্ট্রাইক রেট 365.52 ৷ ইনিংস সাজানো 11টি ছয় ও 8টি চারে ৷

Abhishek Sharma
IPL শুরুর আগেই ধামাকা টিম ইন্ডিয়ার ওপেনারের (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 5, 2024, 3:36 PM IST

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: আইপিএলের আগে তাঁকে 14 কোটি টাকা দিয়ে রিটেন করেছিল দল ৷ বিরাট অঙ্কের টাকা খরচ করে সানরাইজার্স হায়দরাবাদ যে ভুল করেনি, তা বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার ওপেনার ৷ জাতীয় দলের হয়ে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন ৷ এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান পূরণ করলেন মাত্র 28 বলে ৷

মেঘালয়ের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে মাঠে নেমেছিলেন অভিষেক শর্মা ৷ জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে একটি অর্ধ-শতরান ছাড়া বিশেষ কিছু করতে পারেননি ৷ ফলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ গতবছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত ফর্মে থাকা ব্যাটার যাবতীয় কটাক্ষের জবাব দিলেন ব্যাটেই ৷ মেঘালয়ের দেওয়া 143 রান তাড়া করতে নেমে 29 বলে খেললেন 106 রানের ইনিংস ৷ স্ট্রাইক রেট 365.52 ৷ ইনিংস সাজানো 11টি ছয় ও 8টি চারে ৷

আইপিএল 2025 মেগা নিলামে দল পাননি ৷ একদিন পরেই যাবতীয় উপেক্ষার জবাব দিয়েছেনন তারকা ব্যাটার ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করতে নিয়েছিলেনন মাত্র 28টি বল ৷ উরভিল প্যাটেল ভেঙে দিয়েছিলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ঋষভ পন্থের রেকর্ড ৷ ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে শতরানে করেছিলেন মাত্র 28 বলে ৷ ভারতীয়দের মধ্যে তা ছিল দ্রুততম শতরান ৷ সেই নজিরই এদিন ছুঁলেন অভিষেক শর্মা ৷

পঞ্জাব ব্যাটার ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-20 সেঞ্চুরি এখন যৌথ মালিক ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানের নজিরও যৌথভাবে তাঁর দখলে । তিনি এদিন ভেঙে দিয়েছেন 2018 সালে মুস্তাক আলিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে পন্থের 32 বলে সেঞ্চুরি করার রেকর্ড । তাঁর আগে রয়েছেন একমাত্র এস্তোনিয়ার সাহিল চৌহান ৷ সাইপ্রাসের বিপক্ষে 27 বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details