প্যারিস, 30 জুলাই: "এই মুহূর্তটার স্বাদ চেটেপুটে নাও ৷ তোমরা এটা অর্জন করেছ ৷" 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকের ও সরবজোৎ সিংয়ের সাফল্যে উচ্ছ্বসিত অভিনব বিন্দ্রা এই ভাষাতেই অভিনন্দন জানালেন অলিম্পিক্স শুটিংয়ে ইতিহাস গড়া ভারতীয় জুটিকে ৷
2008 বেজিং অলিম্পিক্সে 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতে লক্ষ্যটা বেঁধে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা ৷ তারও আগে রাজ্যবর্ধন সিং রাঠোর ৷ সাফল্যের সেই সরণি বেয়ে 'দ্য গ্রেটেস্ট শো আর্থ'-এ এগিয়ে চলেছে ভারতীয় শুটিং ৷ মাঝখানে 12 বছরের ছেদ পড়েছিল বটে, কিন্তু চলতি অলিম্পিক্সে সেই আগল ভেঙেছেন মনু ভাকের ৷ রবিবার ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ, এদিন সরবজোৎ সিংকে নিয়ে মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন তিনি ৷ ব্যক্তিগত নজিরের পাশাপাশি জুটি হিসেবেও ইতিহাসে জায়গা করে নিলেন মনু ও সরবজোৎ ৷
সেকথাই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া হিসেবে লিখলেন বিন্দ্রা ৷ বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী এক্সে লেখেন, "মনু ও সরবজোৎ: তোমরা যা করেছ তা এর আগে ভারতীয় শুটিংয়ের অন্য কোনও জুটি করে দেখাতে পারেনি ৷ দলগত শুটিংয়ে অলিম্পিক্সে ভারতের প্রথম পদক ৷ মুহূর্তের স্বাদ নাও ৷ তোমরা এটা অর্জন করেছ ৷ গর্বিত ৷"
প্যারিসের আগে অলিম্পিক্স শুটিং থেকে চারটি পদক এসেছিল ভারতের ঝুলিতে ৷ পঞ্চম ভারতীয় শুটার হিসেবে প্যারিসে রবিবার অলিম্পিক্স পদক ঝুলিতে ভরেছিলেন মনু ৷ এদিন মনু ও সরবজোতের নিশানায় এল শুটিংয়ে ষষ্ঠ পদক ৷
একনজরে অলিম্পিক্স শুটিংয়ে ভারতের পদক: