নন্দীগ্রাম, 23 মে:বিজেপির মহিলা নেত্রী রথিবালা আড়ি খুনের ঘটনায় ফের অগ্নিগর্ভ নন্দীগ্রাম ৷ বৃহস্পতিবার সকালে মনসাতলা বাজারে একাধিক দোকানে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এমনকী রাস্তায় গাছ ফেলে, আগুন জ্বালিয়েও বিক্ষোভ শুরু করেছে বিজেপি কর্মীরা ৷ যার জেরে একাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ আগুন নেভাতে হিমশিম খাচ্ছে পুলিশ। পুরো ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কাঁথির জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু এদিন বলেন, "রাত দুটোয় রথিবালা আড়িকে খুন করেছে ৷ সারারাত আমি ঘুমাইনি ৷ ভোর চারটেয় সঞ্জয়কে ভরতি করিয়েছি কলকাতার হাসপাতালে ৷ আপনারা এর বদলা নেবেন না ? চিন্তা করবেন না, ভোট শান্তিপূর্ণ হবে ৷"
রাতে বিজেপি কর্মী খুনের ঘটনার পরই বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা ৷ বাজারের একাধিক দোকানে আগুনও লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপরও অবশ্য নন্দীগ্রাম এলাকায় উত্তেজনা কমেনি ৷ বিক্ষোভকারীদের হঠাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ৷ এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) গতকাল বলে গিয়েছিলেন 80টি বুথে প্রতিরোধ করতে ৷ ভাইপোর উস্কানিতেই এই ঘটনা হয়েছে ৷ এফআইআর-এ আমরা ওনার নামও দিয়েছি ৷ ফল ভালো হবে না ৷"
আরও পড়ুন:ভোটের দু'দিন আগে রক্তাক্ত নন্দীগ্রাম, মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন