পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তৃণমূলের জনগর্জনে হলুদ পতাকায় 'অধিনায়ক অভিষেক' - yellow flags in TMC Brigade

Abhishek Banerjee followers with yellow flags: ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় হলুদ পতাকায় লেখা 'অধিনায়ক অভিষেক'৷ অভিষেকের এই অনুগামীরা আলাদা করে নজর কাড়ল ব্রিগেডে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 5:01 PM IST

Updated : Mar 10, 2024, 5:42 PM IST

হলুদ পতাকায় 'অধিনায়ক অভিষেক'

কলকাতা, 10 মার্চ: এই প্ৰথম । কখনও কোনও তৃণমূলের সভায় আগে এমন ছবি দেখা যায়নি । ব্রিগেডের জনগর্জন সভায় ঘাসফুল চিহ্ন আঁকা তেরঙা পতাকার মাঝেই দেখা গেল প্রচুর হলুদ পতাকা । আর যাঁদের হাতে সেই হলুদ পতাকা, তাঁরা আদ্যোপান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ৷ দিনকয়েক আগেও নবীন ও প্রবীণ ইস্যুতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব নিয়ে বাংলার রাজনীতিতে তোলপাড় চলেছে ৷ তবে সে সব মিটিয়ে লোকসভার আগে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়েছে শাসকদল ৷ এরইমাঝে জনগর্জন সভায় হলুদ পতাকায় অনুগামীদের লেখা 'অধিনায়ক অভিষেক' নতুন করে আলোচনার রসদ জোগালো ৷

দূর থেকে সেই ছবিটা প্রথমে আবছা লাগছিল । কিন্তু, ব্রিগেডের মূল মঞ্চের সামনের ব্যারিকেড ধরে এগোতেই বিষয়টি স্পষ্ট হল । হলুদ পতাকা হাতে জনা 50 যুবক যুবতী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে দিতে এগিয়ে আসেন । সেই পতাকায় লেখা 'অধিনায়ক অভিষেক #FAM4TMC'। হলুদ পতাকা হাতে সবাই তৃণমূলেরই কর্মী সমর্থক । আরও খোঁজ নিয়ে জানা যায়, তাঁরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী । একইসঙ্গে, তাঁরা তৃণমূল সোশাল মিডিয়া টিমের সদস্য ।

তাঁদের বক্তব্য, "অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফ্যামের লড়াই দিনদিন আরও শক্তিশালী হচ্ছে । যেই টিম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বময় নেতৃত্ব মেনে কাজ করে, সেই টিম হয় ফিয়ারলেস । প্রতিটি সোশাল মিডিয়া কর্মীকে নিয়ে আরও ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য অঙ্গীকার ফ্যামের ।"

তাঁরা বেশ কিছুক্ষণ মূল মঞ্চের দিকে এগোতে চেষ্টা করলেও নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন । এরপর সামান্য পিছনে হঠে, সেখানেই দাঁড়িয়ে যান তাঁরা । বেলা 12:48-এ অভিষেক মঞ্চে উঠতেই তাঁদের মধ্যে আলাদাই উচ্ছ্বাস লক্ষ্য করা যায় । ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ ব়্যাম্পে হাঁটা শুরু করলে হলুদ পতাকা হাতে নিয়ে কর্মীরা তাঁর নামে স্লোগান দিতে শুরু করেন । তৃণমূল সাংসদ তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়লে অনুগামীদের উচ্ছ্বাসের মাত্রা দ্বিগুণ বৃদ্ধি পায় ৷

আজ ব্রিগেডের কর্পোরেট সভায় এসেই প্রায় 10 মিনিট ধরে মঞ্চ ও ব়্যাম্পে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সময় লাগাতার মঞ্চ থেকে স্লোগান চলে । কর্মীরা উঠে দাঁড়িয়ে সেই মুহূর্তের সাক্ষী থাকেন ৷ কেউ কেউ সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখেন । অনুগামীরা চিৎকার করতে থাকেন, 'দাদা, দাদা' বলে ৷ তা দেখে অভিষেক একবার হাত নাড়েন, একবার করজোড়ে প্রণাম করেন, তো একবার নতমস্তকে প্রণাম জানান উপস্থিত কর্মী-সমর্থকদের ৷ তৃণমূলের নবজোয়ারে অভিষেকের জনপ্রিয়তার পালে কিছুটা হলেও হাওয়া লেগেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন:

  1. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
  2. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
  3. বিচারব্যবস্থাকে সম্মান করি, বিচারের চেয়ারে বসা কেউটেকে নয়:মমতা
Last Updated : Mar 10, 2024, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details