পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তৃণমূলের ধরনা মঞ্চে স্লোগান উঠল ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’, অস্বস্তিতে শাসক দল - TMC Leader Controversial Comment

TMC Leader Controversial Comment: ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’, এই স্লোগান বিরোধী কোনও রাজনৈতিক দল নয় একেবারে তৃণমূলের মঞ্চ থেকেই উঠেছে ৷ যা নিয়ে অস্বস্তিতে শাসক দল ৷ তবে নেহাতই মুখ ফুসকে ওই নেতা বলে ফেলেছেন বলে দাবি করেছেন তৃণমূলের হরিশ্চন্দ্রপুর 1 (এ) ব্লক সভাপতি জিয়াউর রহমান ৷

TMC Leader Controversial Comment
ধর্না মঞ্চে ভাষণ দিচ্ছেন সেই শেখ মংলুদ্দিন৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 2:06 PM IST

মালদা, 20 অগস্ট: ঘাসফুলের মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা ও ব্লকের তাবড় তাবড় নেতৃত্ব ৷ রয়েছেন জনপ্রতিনিধিরাও ৷ আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতেই ওই ধরনা কর্মসূচি ৷ বক্তাদের বক্তব্য রাখা শেষ ৷ মঞ্চ থেকে নামার আগে সবাই দলীয় স্লোগানে গলা মেলাচ্ছেন ৷ হঠাৎ স্লোগান উঠল, “মমতা ব্যানার্জির ফাঁসি চাই ৷” তাতে গলা মেলালেন মন্ত্রী থেকে শুরু করে উপস্থিত সবাই ৷ তৃণমূলের এই স্লোগানই মঙ্গলবার জেলাবাসীর কাছে চর্চার বিষয় ৷ এই নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব ৷

তৃণমূলের ধরনা মঞ্চে স্লোগান উঠল ‘মমতা ব্যানার্জির ফাঁসি চাই’, অস্বস্তিতে শাসক দল (ইটিভি ভারত)

ঘটনাটি রবিবারের ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেদিন সারা রাজ্যে আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে কর্মসূচি পালন করেছে রাজ্যের শাসকদল ৷ সেই নির্দেশ মেনে মালদার হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়েও সেদিন বিকেলে চলছিল তৃণমূলের ধরনা কর্মসূচি ৷ মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, দুই সাংগঠনিক ব্লকের দলীয় সভাপতি-সহ একাধিক নেতা-নেত্রী ৷

কর্মসূচির শুরুতে মানুষজন ভালো থাকলেও শেষের দিকে সভা ভাঙা হাটের চেহারায়৷ ততক্ষণে সংবাদমাধ্যমও সেখান থেকে চলে গিয়েছে ৷ কর্মসূচির সমাপ্তি ঘোষণার আগে মন্ত্রীর ছায়াসঙ্গী শেখ মংলুদ্দিন স্লোগান দিতে শুরু করেন ৷ তাতে গলা মেলাচ্ছিলেন উপস্থিত সবাই ৷ হঠাৎ মংলুদ্দিন স্লোগান দেন, “মমতা ব্যানার্জির ফাঁসি চাই ৷” অবাক কাণ্ড ! সেই স্লোগানেও গলা মেলান মন্ত্রী তজমুল থেকে শুরু করে উপস্থিত প্রত্যেকে ৷ অবশ্য তারপরেই ভুল ভাঙে সবার ৷ সবাই একে অন্যের দিকে তাকিয়ে থাকেন ৷ পরক্ষণেই মংলুদ্দিনকে তিরষ্কার শুরু করেন প্রত্যেকে ৷

ধর্না মঞ্চে ভাষণ দিচ্ছেন সেই শেখ মংলুদ্দিন৷ (নিজস্ব চিত্র)

এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন মন্ত্রী ৷ মুখে কুলুপ জেলা পরিষদের কর্মাধ্যক্ষেরও ৷ তবে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর 1 (এ) ব্লক সভাপতি জিয়াউর রহমান বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৷ তিনি বলেন, “সেদিন ঘটনাটি ধরনা কর্মসূচির শেষ লগ্নে ঘটেছিল ৷ আমরা স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করছিলাম ৷ স্লোগান দিচ্ছিলেন মন্ত্রী তজমুল হোসেনের ছায়াসঙ্গী তথা দলের জেলা কমিটির সম্পাদক শেখ মংলুদ্দিন ৷ স্লোগানে তিনি হঠাৎ বলে ওঠেন, মমতা ব্যানার্জির ফাঁসি চাই ৷ আসলে তিনি বলতে গিয়েছিলেন, মমতা ব্যানার্জিও দোষীদের ফাঁসি চান ৷ এটা স্লিপ অফ টাং ৷ আগামীতে যাতে এমন ভুল না হয় তার জন্য তাঁকে সতর্ক করা হয়েছে ৷”

ABOUT THE AUTHOR

...view details