পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

রেখা শর্মা-সহ সন্দেশখালির বিজেপি নেতাদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের - Sandeshkhali Case - SANDESHKHALI CASE

Sandeshkhali Case: মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা এবং সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালী দাসের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল ৷

TMC
কমিশনে অভিযোগ তৃণমূলের (ফাইল)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 5:02 PM IST

নয়াদিল্লি, 12 মে: জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)-এর চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল ৷ একই সঙ্গে, সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস-সহ গেরুয়া শিবিরের অন্য নেতাদের বিরুদ্ধে 'নিরপরাধ মহিলাদের সঙ্গে জালিয়াতি, প্রতারণা, ভয় দেখানো এবং অপরাধমূলক ষড়যন্ত্র'-এর মতো গুরুতর অপরাধের অভিযোগে ফৌজদারি মামলা করার জন্য অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷

শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাঁজা দাবি করেন, রেখা শর্মার সামনেই সাদা কাগজে সই করানো হয়েছিল। পরে সেটিকেই ধর্ষণের মামলায় রূপান্তরিত করা হয় । এই অভিযোগ নিয়ে রেখা শর্মার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বলেও ওইদিনই জানিয়েছিলেন শশী। এবার সরকারিভাবে অভিযোগ দায়ের হল। তৃণমূল মনে করে যেহেতু রেখা শর্মার সামনেই সাদা কাগজে সই করানোর বিষয়টি হয়েছিল তাই তিনিও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।

নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগে তৃণমূল জানিয়েছে, বিজেপি সন্দেশখালিতে এই নোংরা খেলা শুরু করেছে। সেই খেলায় জাতীয় মহিলা কমিশনও মদত দিয়েছে। প্রমাণ হিসেবে বিদ্রোহী মহিলাদের ভাইরাল ভিডিয়োর প্রসঙ্গ তুলে ধরেছে তৃণমূল। সেখানে এক মহিলা স্পষ্ট বলেছিলেন, দিল্লি থেকে রেখা শর্মা এসে তাঁদের জোর করে অভিযোগপত্রে সই করিয়েছিলেন। রেখার পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখাবলিতে। তৃণমূল বিধায়করে সামনেই এক দলীয় কর্মীকে মারধকর করেন বিজেপির মহিলা কর্মীরা। তাঁদের দাবি, তৃণমূল নিত্য নতুন ভিডিয়ো প্রকাশ করে সন্দেশখালি সম্পর্কে ভ্রান্ত ধারনা তৈরি করতে চাইছে। তাই এদিনের গোলমাল। ঠিক সেদিনই বিজেপিকে বিঁধে জাতীয় মহিলা কমিশনেক চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল।

আরও পড়ুন

সন্দেশখালি কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে নালিশের পথে তৃণমূল, জানালেন শশী পাঁজা

স্টিং ভিডিয়ো-কাণ্ডে এবার গঙ্গাধর ও রেখার বিরুদ্ধে এফআইআর সন্দেশখালি থানায়

ABOUT THE AUTHOR

...view details