কলকাতা, 16 এপ্রিল: কয়েক দিন পরই দেশজুড়ে লোকসভা নির্বাচন ৷ তার আগেই দলের অন্দরে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অভিযোগে এবার আমরণ অনশন শুরু করলেন তিনি ৷ মোনালিসার অভিযোগ, দলের অন্দরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন তিনি ৷ তাঁকে বাদ রেখে নির্বাচনের কাজ করছে দলের কর্মী-সমর্থকরা ৷ বিষয়টি নিয়ে সাংসদ-বিধায়ককে সব কিছু জানান হলেও কোনও কাজ হয়নি বলে জানিয়েছেন তিনি ৷ এমনকি তাঁকে না জানিয়ে তাঁরই ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় খুলেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় । বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তাই আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিলেন কলকাতার 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ৷ সঙ্গে রয়েছে তাঁর অনুগামীরাও ৷
মোনালিসার অভিযোগ, তাঁকে বাদ দিয়েই উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের কাজ করছেন 51 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনীল কুমার । সেই সমস্যা মেটানোর দাবিতে সুদীপের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ধরনায় বসেন তিনি । অবশেষে তৃণমূল প্রার্থী নিজে দুই পক্ষকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন । সম্প্রতি দলের অপর এক কাউন্সিলরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন মোনালিসা ৷ ভোটের মুখে দলীয় কর্মীর বিরুদ্ধে তোপ দেগে কাউন্সিলরের অনশনে বসার ঘটনায় চরম ভাবে বিব্রত স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তাঁদের কথায়, কাউন্সিলর যা করছেন, তা মোটেই ঠিক নয় ।