অধীরকে চ্যালেঞ্জ ইউসুফের, পালটা জবাব সাংসদের বহরমপুর, 21 মার্চ: ভালো উইকেটে ফাস্ট বোলার যত ভালো হবে, ব্যাটিং করতে ততই ভালো লাগবে । মুর্শিদাবাদের মাটিতে অধীররঞ্জন চৌধুরীকে মাঠের ভাষায় চ্যালেঞ্জ জানিয়ে খেলা হবে স্লোগান তুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান ।
মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা আসনে এবার তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে পাঁচবারের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী ৷ বহরমপুর অধীর চৌধুরীর গড় বলেই পরিচিত ৷ বৃহস্পতিবার প্রথমবার বহরমপুরে আসেন ইউসুফ ৷ এসেই তিনি চ্যালেঞ্জ ছুঁড়লেন অধীরকে ৷ বললেন, ‘‘পরিবর্তন আসে । মানুষ পরিবর্তন চায় । একদিন খেলার মাঠে যারা 90 গজের বাইরে ছিলেন, আজ তাঁদের কাছে পাওয়ার সুযোগ পেয়েছি । আমার টিমও ভালো । খেলা হবে মাঠে ।’’
উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা অভিনবভাবে ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেসের ৷ ব্রিগেডের সভা থেকে ঘোষণা করা হয় প্রার্থীদের নাম ৷ সেখানে সম্ভবত সবচেয়ে বড় চমক ছিলেন ইউসুফ পাঠান ৷ তাঁর নাম ঘোষণা হতেই জোর চর্চা শুরু হয় বঙ্গ রাজনীতিতে ৷ বিশেষ করে অধীর চৌধুরীর বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়া নিয়েই বেশি আলোচনা হয় ৷
বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান৷ বৃহস্পতিবার৷ এই নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন যে ইউসুফকে বহরমপুরে ব্রেট লি-র মুখোমুখি হতে হবে ৷ ব্রেট লি বলতে তিনি অধীরকেই বুঝিয়েছিলেন ৷ বৃহস্পতিবার ইউসুফের সামনে সেই প্রসঙ্গ উঠতেই ইউসুফ পাঠান বলেন, ‘‘ভালো উইকেটে ফাস্ট বোলার যত ভালো হবে, ব্যাটিং করতে ততই ভালো লাগবে ।’’
ইউসুফ গুজরাতের বাসিন্দা ৷ বাংলার সঙ্গে তাঁর সংযোগ বলতে তিনি আইপিএলে কেকেআর-এর হয়ে খেলে গিয়েছেন ৷ ফলে তাঁকে বহিরাগত বলে পালটা কটাক্ষ করছে বিরোধীরা ৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন, ‘‘গুজরাত আমার জন্মভূমি আর মুর্শিদাবাদ আমার কর্মভূমি । মুর্শিদাবাদের বিখ্যাত সিল্ক শিল্প সারা বিশ্বে ছড়িয়ে দেব । এই জেলায় একটি স্পোর্টস অ্যাকাডেমি খুলব । ভাষা নিয়ে কোনও সমস্যা হবে না । কারণ, হৃদয়ে হৃদয়ে কথা হবে ।’’
অন্যদিকে বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে ইউসুফ পাঠানকে পালটা জবাব দেন অধীর চৌধুরী । ইউসুফ পাঠানের নাম না করে তাঁকে পরোক্ষভাবে বিজেপি প্রার্থীর তকমা দেন তিনি ৷ অধীর চৌধুরী বলেন, ‘‘তৃণমূলের লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো । আর বিজেপির লক্ষ্য এই নৌকার তাদের সংখ্যা বাড়ানো ।’’ পাশাপাশি দিল্লির এক সাংবাদিকের উক্তির উদাহরণ দিয়ে বলেন, ‘‘মুর্শিদাবাদে বিজেপির দু’জন প্রার্থী ।’’
বহরমপুরের সাংসদ আরও বলেন, ‘‘যারা টাকার বিনিময়ে খেলা করে, তারা এখানেও টাকার বিনিময়ে খেলবে । ওরা মানুষের ভাবাবেগে আঘাত করছে । আমি খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মানুষের ভাবাবেগে আঘাত দিতে চাই না । আমি এই জেলার মানুষ । মানুষ আমাকে চেনে । তাদের সমর্থন আমি ভারতের সবচেয়ে বড় পঞ্চায়েতে গিয়েছি । আমি আমার সীমিত সামর্থের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ।’’
তিনি আরও বলেন, ‘‘অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ হবে না ভারত-পাকিস্তান ম্যাচ হবে, সেটা খেলার মাঠে দেখা যাবে । মাঠের গল্প মাঠে হবে । এটা মানুষের সমর্থনের গল্প । মানুষের দোয়া-আর্শীবাদের গল্প । এই জেলার মানুষ আমাকে পাঁচবার দোয়া-আর্শীবাদ করেছেন তাই লোকসভায় তাঁদের কথা বলার সুযোগ পেয়েছি ।’’ অধীর চৌধুরীর দাবি, তিনি ভাড়া করা খেলোয়াড় নন । টাকা নিয়ে ম্যাচ খেলেন না ।
আরও পড়ুন:
- ‘অধীরের বিরুদ্ধে নামা মানে ব্রেট লি’র বল খেলা’, ইউসুফকে সতর্ক করলেন সৌরভ
- পাঠানকে প্রার্থী দেখে প্রলাপ বকছেন অধীর, তীব্র কটাক্ষ সুখেন্দুশেখরের
- ইউসুফকে নর্দমায় নামাতে চাইছেন মমতা, প্রার্থী ঘোষণা পর প্রতিক্রিয়া অধীরের