সন্দেশখালি, 10 মার্চ: 'সন্দেশখালি জ্বলছে, চোর মমতা হাসছে ৷' শুরুতেই ঝাঁঝ শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় ৷ ব্রিগেডে তৃণমূলের জনগর্জনের দিনই সন্দেশখালিতে সমাবেশের ডাক দিয়েছে বিজেপি ৷ আর সেই সভা থেকেই একের পর এক হুঙ্কার শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় ৷ শনিবার সভা মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "10 বছরে যত অত্যাচার করেছে, সব হিসাব হবে ৷ তৃণমূলকে উৎখাত করতে হবে ৷ ইভিএমে বদলা হবে ৷"
লোকসভা ভোটের আগে এদিন ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সন্দেশখালির সভার জন্য এদিনকেই বেছে নিয়েছে বিজেপি ৷ কার্যত যখন ব্রিগেডে বক্তব্য রাখতে ওটেন মমতা ঠিক তখনই বক্তব্য রাখতে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও ৷ আর এর কারণও এদিন ব্য়াখ্যা করেন বিরোধি দলনেতা ৷ তিনি বলেন, "দিদি, না এখন তো উনি শাহজাহানের পিসি, আপনি একা ফুটেজ খাবেন তা হবে না ৷ আপনি যাখানেই যাবেন আমরা দুই ভাই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার তাড়া করব আপনাকে ৷"
এদিন শুভেন্দু বলেন, "সন্দেশখালির সঙ্গে গোটা ভারত আছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নাকি মহিলা দরদী ! দুই মাসের বেশি সময় হয়ে গেল সন্দেশখালিতে আসার প্রয়োজন মনে করেননি তিনি ৷ আমরা 30 ডিসেম্বর বলে গিয়েছিলাম শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে ৷ 1 জানুয়ারি শাহজাহান আমাদের পালটা চ্যালেঞ্জ করেছিল ৷ আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি ৷"