পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো মিথ্যা, দাবি শুভেন্দুর; সিবিআইকে চিঠি গঙ্গাধরের - Suvendu Adhikari - SUVENDU ADHIKARI

Suvendu Adhikari: সন্দেশখালি নিয়ে শনিবার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিয়োতে এক বিজেপি নেতাকে বলতে শোনা যায় যে সেখানে ওঠা নারী নির্যাতনের অভিযোগ সব মিথ্যা ৷ কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ, হারার ভয়ে এই মিথ্যা ভিডিয়ো তৈরি করা হয়েছে ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 8:08 PM IST

Updated : May 4, 2024, 9:56 PM IST

সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দুি অধিকারী (নিজস্ব ভিডিয়ো)

কলকাতা, 4 মে: সন্দেশখালির নারী নির্যাতনের অভিযোগ মিথ্যা বলে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তার সত্যতা নেই বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, নির্বাচনে হারবে বলে খারাপ উদ্দেশ্যে এই ভিডিয়ো তৈরি করা হয়েছে ৷ ভিডিয়োতে যে বিজেপি নেতাকে দেখা গিয়েছে, সেই গঙ্গাধর কয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই-এর কাছে অভিযোগ জানাতে চলেছেন ৷ এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দুর বক্তব্য প্রকাশ্যে আসার পরই সিবিআইকে চিঠি লিখে অভিযোগ জানান বিজেপি নেতা গঙ্গাধর কয়াল।

উল্লেখ্য, শনিবার সকালে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেই ভিডিয়োতে সন্দেশখালিতে বিজেপির এক মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায় যে সন্দেশখালিতে যে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, তা পুরোটাই সাজানো ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনাতেই সবটা হয়েছে বলে বলতে শোনা যায় ওই নেতাকে ৷

এর পরই এই নিয়ে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের নেতারা এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন ৷ সন্দেশখালির ঘটনা পুরোটাই বিজেপির চক্রান্ত বলে দাবি করা হয় ৷ সঙ্গে সঙ্গে পালটা সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে সংশ্লিষ্ট নেতার বক্তব্য দেন তিনি ৷ ওই নেতা জানান যে ভিডিয়োয় থাকা কণ্ঠস্বর তাঁর (ওই নেতা) নয় ৷

এর পর নদিয়ার নবদ্বীপে নির্বাচনী প্রচারের সময় শুভেন্দু অধিকারীকে এই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, ‘‘এটা কয়লা ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্য়ায়) তৈরি করিয়েছে ৷ কয়লা ভাইপো, আইপ্যাকের প্রতীক জৈন, তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল, এরা মিলে এটা করেছে ৷ খাবে না ৷ গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত অভিযোগ করেছেন ইমেলে ৷ তিনি সিবিআই অফিসে যাচ্ছেন ৷ কলকাতা পৌঁছে গিয়েছেন ৷ সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্য়ায়) বিরুদ্ধে অভিযোগ করার জন্য ৷ পুরো বিষয়টি নিয়ে আমরা অনেক দূর যাব ৷’’

শুভেন্দুর আরও দাবি, অসৎ উদ্দেশ্যেই এই ভিডিয়ো তৈরি করা হয়েছে ৷ সন্দেশখালির মহিলারা পুলিশের কাছে, হাইকোর্টের আইনজীবীদের কাছে নারী নির্যাতন নিয়ে অভিযোগ করেছেন ৷ পুলিশও যে তিনটি ক্ষেত্রে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে এফআইআর নিয়েছে, সেটাও তিনি উল্লেখ করেছেন ৷

তাই তাঁর প্রশ্ন, ‘‘তাহলে সব কি মিথ্যা ? নির্বাচনে হারবে বলে এই কাজ করেছে ৷ আমার খুব ভালো লাগছে এই রাজ্য়ের বিরোধী দলনেতা পিসি (মমতা বন্দ্যোপাধ্য়ায়) আর ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্য়ায়) দু’জনের পায়ে দু’টো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে ৷ তা ধিনধিন করে নাচছে ৷’’ তাঁর আরও হুঁশায়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে প্রাক্তন করবেন ৷ আর অভিষেককে জেলে পাঠাবেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো! ভাইরাল ভিডিয়োয় বিজেপি নেতার দাবি ঘিরে তরজা
  2. 'সন্দেশখালি বিজেপির তৈরি নাটক', ভাইরাল স্টিং অপারেশনকে হাতিয়ার করে নিশানা মমতার
  3. '2 হাজার টাকার বিনিময়ে অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা', দাবি অভিষেকের
Last Updated : May 4, 2024, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details