পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আর্থিক তছরুপ মামলায় শিবকুমারের বিরুদ্ধে অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টের - Karnataka

DK Shivakumar: 2018 সালে আয়কর বিভাগের তদন্তের ভিত্তিতে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই মামলায় শিবকুমারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷

DK Shivakumar
DK Shivakumar

By PTI

Published : Mar 5, 2024, 8:01 PM IST

নয়াদিল্লি, 5 মার্চ: আর্থিক তছরুপ মামলায় রেহাই পেলেন ডিকে শিবকুমার ৷ কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 2018 সালে আর্থিক তছরুপের মামলাটি হয়েছিল ৷ সেই মামলায় মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই রায়ের পর শীর্ষ আদালতকে ধন্যবাদ জানিয়েছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি শিবকুমার ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় এজেন্সি এই রায়ের বিরুদ্ধে ফের আদালতে আবেদন করার পরিকল্পনা করছে ৷ তবে তিনিও প্রস্তুত রয়েছে ৷

এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে তলব করায় তিনি কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ ইডি-র সমন খারিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি ৷ কিন্তু কর্ণাটক হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয় ৷ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ৷ সেই মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ ৷

সুপ্রিম কোর্টে একই আবেদন করেছিলেন দিল্লিতে কর্ণাটক ভবনের এক আধিকারিক এ হনুমানতাইয়া ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

শিবকুমার বলেন, "আমি সুপ্রিম কোর্ট থেকে পাওয়া স্বস্তি সম্পর্কে তথ্য পেয়েছি । আমি জানতে পেরেছি যে আমার বিরুদ্ধে করা মামলাগুলি ভুল বলে পাওয়া গিয়েছে । জীবনের অনেক অসুবিধার পরে আজ একটি আনন্দের দিন । আমি আত্মবিশ্বাসের সঙ্গে জেলে গিয়েছিলাম । তারা আমাকে যত বেশি কষ্ট দেবে, আমি ততই রাজনৈতিকভাবে বড় হব । আমি এখান থেকে সুপ্রিম কোর্টে বিচারকদের সামনে প্রণাম করছি । আমি বলে আসছি যে আমি কিছুই করিনি ৷ কিন্তু তবুও আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি ।"

2017 সালের অগস্টে দিল্লির একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর ৷ সেদিন অভিযান চলে শিবকুমার-সহ বেশ কয়েকজনের ঠিকানায় ৷ উদ্ধার হয় প্রায় সাড়ে আট কোটি টাকা ৷ তার মধ্যে 41 লক্ষ টাকা এখন শিবকুমার না দেওয়া কর হিসেবে নেওয়া হয়েছে ৷

আয়কর বিভাগ পরে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে বেঙ্গালুরু আদালতে একটি চার্জশিট দাখিল করে এবং 2018 সালে একটি আর্থিক তছরুপের মামলা দায়ের করার জন্য ইডি এই অভিযোগটি বিবেচনা করে । সেই মামলায় অভিযুক্ত করা হয়েছিল ডিকে শিবকুমারকে ৷ সেই অভিযোগ মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. ডিকে শিবকুমারের এফআইআর বাতিলের আবেদন খারিজ কর্ণাটক হাইকোর্টে
  2. 'বিজেপিকে তাড়িয়ে গোমুত্র দিয়ে কর্নাটক বিধানসভা শুদ্ধিকরণ হবে', মন্তব্য ডি কে শিবকুমারের
  3. রাজ্যসভা ভোটে সিংভির হারের দায় সুখবিন্দর সুখুর, জানালেন ডিকে শিবকুমার

ABOUT THE AUTHOR

...view details