পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মমতার বাংলায় আক্রান্ত বিচারব্যবস্থা, অভিযোগ সুকান্তর - Sukanta Slams Mamata

Sukanta Majumdar Slams Mamata Banerjee: মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে বাংলায় বিচারব্যবস্থা আক্রান্ত বলে বুধবার অভিযোগ করেছেন বিজেপির সুকান্ত মজুমদার ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি ৷ সেখানেই এই অভিযোগ করেন বঙ্গ বিজেপির সভাপতি ৷ সঙ্গে জানান কেন তিনি এই অভিযোগ করছেন ৷

Sukanta Majumdar Slams Mamata Banerjee
মমতার বাংলায় আক্রান্ত বিচারব্যবস্থা, অভিযোগ সুকান্তর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 2:43 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে এখন পুলিশ-প্রশাসনের হাতে বিচারব্যবস্থাও আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার ৷ বঙ্গ বিজেপির সভাপতি এই নিয়ে বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় আক্রান্ত বিচারব্যবস্থা ৷

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এ দিন বেলা 12টা 42 মিনিটে এই নিয়ে প্রথম পোস্টটি করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে বিচার বিভাগও আক্রমণের মুখে ! ডায়মন্ড হারবারে একজন বিচারকের বাসভবনে আক্রমণের ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ ৷’’

এর পর তিনি লেখেন যে মুখঢাকা দুষ্কৃতী ও একজন পুলিশ আধিকারিক এই ঘটনায় জড়িত ৷ ওই পোস্টে তিনটি ছবিও দিয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ সেখানে দু’টি চিঠি রয়েছে৷ একটি চিঠি দক্ষিণ 24 পরগনার জেলা বিচারকের তরফে কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় চিঠিটি ডায়মন্ড হারবার থেকে পাঠানো হয় জেলা বিচারকের কাছে ৷

জেলা বিচারকের কাছে পাঠানো চিঠির বিষয়, ডায়মন্ড হারবারে কর্মরত জুডিসিয়াল আধিকারিকদের সুরক্ষা ও নিরাপত্তা ৷ সেখানেই মূল অভিযোগ লেখা হয়েছে ৷ দাবি করা হয়েছে যে গত রবিবার রাতে এক বিচারকের বাসভবনে হামলার চেষ্টা করা হয় ৷ সেখানেই এক পুলিশ আধিকারিকের নামও লেখা হয়েছে ৷ ফোন নম্বরও দেওয়া হয়েছে ৷ চিঠিতে পুলিশ আধিকারিকের নাম কুমারেশ দাস লেখা হয়েছে ৷

এই নিয়ে আরও একটি পোস্টও করেন সুকান্ত ৷ সেখানে তিনি লেখেন, ‘‘সুরক্ষা দেওয়া পুলিশের কাজ ৷ তারা যদি এখন বিচার বিভাগের উপর আক্রমণ করে, তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে । ব্যর্থ মুখ্যমন্ত্রী কি তাঁর নিজের পুলিশ বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ? বিচার বিভাগকে ভয় দেখানো যাবে না । এই তাঁর দুঃশাসনের শেষের শুরু !’’

ABOUT THE AUTHOR

...view details