বাঁকুড়া, 4 মার্চ:জল্পনার অবসান ঘটিয়ে ফের 2024 লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পাকা করে নিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা ৷ 2014 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার বিষ্ণুপুরের সাংসদ হয়েছিলেন সৌমিত্র ৷ কিন্তু ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লিখিয়ে 2019 সালে এই লোকসভা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হন। তবে আইনি জটিলতার জন্য গত 2019 এর লোকসভা নির্বাচনে প্রচারের জন্য এলাকায় প্রবেশ করতে পারেননি তিনি ৷ সেই সময় তাঁর প্রচারের গুরুদায়িত্ব সামলেছিলেন প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। পরবর্তীতে কোনও কারণে ফাটল ধরে তাঁদের দাম্পত্য জীবনে ৷ আর সেই ফাটলই তাঁদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদের সৃষ্টি করে ৷ সুজাতা যোগ দেন তৃণমূলে ৷ পরে তাঁদের বিবাহবিচ্ছেদও ঘটে যায় । এবার সেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সৌমিত্র খাঁ-এর নাম ঘোষণা হওয়ার পরেই ফের আরেকবার খবরের শিরোনামে সুজাতা মণ্ডল।
বাঁকুড়ার জয়পুরে তৃণমূল ব্লক কংগ্রেসের তরফ থেকে আগামী 10 মার্চ ব্রিগেড সমাবেশের জন্য একটি কর্মীসভার আয়োজন করা হয় । সেই মঞ্চ থেকেই নাম না-করে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল । এদিন তিনি বলেন,0 "আপনাদের এখানকার লম্পট, চরিত্রহীন, মাতাল, ধান্দাবাজ লোকটা ফের সংসদে যাওয়ার টিকিট পেয়েছে।" শুধু তাই নয়, বিষ্ণুপুরের মা বোনেদের তাঁর হাত থেকে সুরক্ষিত থাকার কথাও তিনি বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি যে অভিযোগগুলো করেছি এটা শুধু আমি নই, তাঁর দলের নেতাকর্মীরাও বলে থাকে।"
সৌমিত্রকে 'লম্পট' অ্যাখ্যা দিয়ে বিষ্ণুপুরে সুজাতার ব্রিগেড চলোর প্রচার - Lok Sabha election 2024
Soumitra Khan and Sujata Mondal: 2019-এর পর 2024 ৷ বিজেপির টিকিটে আবার লোকসভা নির্বাচনে লড়বেন সৌমিত্র খাঁ ৷ এই বিষয় নিয়েই তাঁর বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন জায়া সুজাতা মণ্ডল ৷
সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল
Published : Mar 4, 2024, 2:37 PM IST
সৌমিত্র অবশ্য এইসব কথায় আমল দিতে নারাজ ৷ তিনি সুজাতাকে 'ফালতু নেত্রী' বলে দাবি করে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। এখন শুধু দেখার, রাজনৈতিক তরজার মধ্যেই শেষহাসি কোন শিবির ।
আরও পড়ুন :