বোলপুর, 3 ফেব্রুয়ারি: শহরজুড়ে পোস্টার, অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ হবে ৷ 10 ফেব্রুয়ারি বোলপুর রেলময়দান দুর্গামন্দির প্রাঙ্গণে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে । তবে কারা এই যজ্ঞ করছে, তা পোস্টারে উল্লেখ করা নেই ৷ যদিও, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে অনুব্রতর ছবি সামনে রেখেই ভোট হবে ।
গত 24 জানুয়ারি বীরভূম জেলার নেতাদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে কোর কমিটি ছোট করার পাশাপাশি অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাদ দিয়ে সংগঠন করা যাবে না বলে নির্দেশ দেন তৃণমূল নেত্রী ৷ শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল বেরিয়ে এলে সসম্মানে তাঁকে দলের সব পদ ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
তারপরেই বীরভূমজুড়ে নতুন করে অনুব্রতর অনুগামীরা সক্রিয় হয়ে ওঠেন ৷ কেউ কেউ বলছেন যে নেপথ্যে অন্য কারণ রয়েছে ৷ আর তা হল, কোর কমিটি থেকে ডানা ছাঁটা হয়েছে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের । এই কাজল শেখ একদা অনুব্রত যুযুধান নেতা হিসাবে পরিচিত । তাই নেত্রীর নির্দেশের পরেই অনুব্রত মণ্ডলের ছবিতে ছেয়ে যায় জেলা ।