পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অনুব্রতর শুভকামনায় যজ্ঞের আয়োজন বোলপুরে, শহরজুড়ে পড়ল বড় বড় হোর্ডিং - অনুব্রত মণ্ডল

Anubrata Mondal: অনুব্রত মডেলেই লোকসভা নির্বাচনে বীরভূমে লড়বে তৃণমূল ৷ কয়েকদিন আগে এটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর থেকে বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুগামীরা নতুন উদ্যোমে নেমে পড়েছে ৷ এবার অনুব্রতর শুভকামনায় যজ্ঞের আয়োজন করা হচ্ছে ৷ আয়োজকদের নিয়ে ধোঁয়াশা থাকলেও এই নিয়ে খুশি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ৷

Anubrata Mondal
Anubrata Mondal

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 12:30 PM IST

Updated : Feb 3, 2024, 1:06 PM IST

অনুব্রতর শুভকামনায় যজ্ঞের আয়োজন বোলপুরে, শহরজুড়ে পড়ল বড় বড় হোর্ডিং

বোলপুর, 3 ফেব্রুয়ারি: শহরজুড়ে পোস্টার, অনুব্রত মণ্ডলের শুভকামনায় যজ্ঞ হবে ৷ 10 ফেব্রুয়ারি বোলপুর রেলময়দান দুর্গামন্দির প্রাঙ্গণে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে । তবে কারা এই যজ্ঞ করছে, তা পোস্টারে উল্লেখ করা নেই ৷ যদিও, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে অনুব্রতর ছবি সামনে রেখেই ভোট হবে ।

গত 24 জানুয়ারি বীরভূম জেলার নেতাদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকে কোর কমিটি ছোট করার পাশাপাশি অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাদ দিয়ে সংগঠন করা যাবে না বলে নির্দেশ দেন তৃণমূল নেত্রী ৷ শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল বেরিয়ে এলে সসম্মানে তাঁকে দলের সব পদ ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তারপরেই বীরভূমজুড়ে নতুন করে অনুব্রতর অনুগামীরা সক্রিয় হয়ে ওঠেন ৷ কেউ কেউ বলছেন যে নেপথ্যে অন্য কারণ রয়েছে ৷ আর তা হল, কোর কমিটি থেকে ডানা ছাঁটা হয়েছে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের । এই কাজল শেখ একদা অনুব্রত যুযুধান নেতা হিসাবে পরিচিত । তাই নেত্রীর নির্দেশের পরেই অনুব্রত মণ্ডলের ছবিতে ছেয়ে যায় জেলা ।

এবার অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বোলপুর শহরে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে । তাতে লেখা, "অনুব্রত মণ্ডল মহাশয়ের কল্যাণ কামনায় বিশেষ হোমযজ্ঞ ।" 10 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে রেলময়দান দুর্গামন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে । তবে কারা করছে এই যজ্ঞ, তা পোস্টারে উল্লেখ নেই৷ শুধু লেখা রয়েছে, "আয়োজনে অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীগণ ।"

যদিও এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, "অনুব্রত মণ্ডলের নামে যদি যজ্ঞ হয়, সেটা তো আনন্দের ব্যাপার ৷ আমরা তো ধর্মীয় মানুষ । অনুব্রত মণ্ডল না থাকার জন্য আমরা যেন অভিভাবকহীন ৷ আগামিদিনে অনুব্রত মণ্ডল যদি সশরীরে না আসে, তাঁর ছবি দিয়েই ভোট হবে ।"

আরও পড়ুন:

  1. তিহাড়ে বন্দি অনুব্রতর ছবি দিয়ে কোর কমিটির গেট বীরভূমজুড়ে, বাড়ছে কেষ্টর মুক্তির জল্পনা
  2. জেলবন্দি কেষ্টর উপর আস্থা অটুট মমতার, ভোটে জিততে ভরসা অনুব্রত মডেলই
  3. কাজলের ডানা ছেঁটে অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথকে বেশি বিধানসভার দায়িত্ব মমতার
Last Updated : Feb 3, 2024, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details