পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

7 দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান, ঘোষণা কুণালের - Sandeshkhali

Kunal Ghosh on Sheikh Shahjahan: কলকাতা হাইকোর্টে আজ জানিয়ে দিয়েছে, অশান্ত সন্দেশখালি ইস্যুতে শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তে বা তাঁর গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ নেই ৷ আর তারপরই তৃণমূলের তরফে কুণাল ঘোষ দাবি করলেন, 7দিনের মধ্যে গ্রেফতার হবেন সন্দেশখালির বেতাজ বাদশা ৷

Image Courtesy: Kunal Ghosh Facebook
Image Courtesy: Kunal Ghosh Facebook

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 5:14 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: সাতদিনের মধ্যে গ্রেফতার হবেন শেখ শাহজাহান ৷ এমনটাই দাবি করলেন কুণাল ঘোষ ৷ সন্দেশখালি ইস্যুতে শেখ শাহজাহানের গ্রেফতারি বা তাঁর বিরুদ্ধে তদন্তে কোনও স্থগিতাদেশ নেই, কলকাতা হাইকোর্ট আজ একথা জানানোর পরেই তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ এই ঘোষণা করেছেন ৷

আজ কুণাল সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "শেখ শাহজাহানের গ্রেফতারির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সঠিক ৷ বিষয়টি আইনি জটিলতায় আদালতে ঝুলে ছিল ৷ বিরোধীরা এই সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলছিল ৷ হাইকোর্টকে ধন্যবাদ বিষয়টিকে স্পষ্ট করা এবং পুলিশকে পদক্ষেপ নিতে অনুমতি দেওয়ার জন্য ৷ শাহজাহান আগামী সাতদিনের মধ্য গ্রেফতার হবে ৷"

প্রসঙ্গত, রবিবার মহেশতলার বাটানগর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানকে রক্ষাকবচ দিয়ে রেখেছে ৷ কারণ, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের গঠন করা সিটের তদন্তে স্থগিতাদেশ জারি করেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ মূলত, ইডি-র আবেদনে আদালতের গঠন করা সিটের তদন্তে স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি ৷ অভিষেক দাবি করেছিলেন, আদালত সেই স্থগিতাদেশ তুলে নিলে পুলিশ দ্রুত শেখ শাহজাহানকে গ্রেফতার করবে ৷

কিন্তু, আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সন্দেশখালির অশান্তির ঘটনায় শেখ শাহজাহানের গ্রেফতারি বা তাঁর বিরুদ্ধে পুলিশি তদন্তে কোনও নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ জারি করা হয়নি ৷ উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ইডি যেদিন প্রথমবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে যায় সেদিন শাহজাহানের অনুগামী-সহ গ্রামের মহিলারা ইডি আধিকারিকদের উপর হামলা চালায় ৷ কেন্দ্রীয় বাহিনীর উপরেও চড়াও হয় ৷ রক্তাক্ত হন 3 ইডি আধিকারিক ৷

সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের এক আধিকারিককে নিয়ে একটি সিট গঠন করেছিল ৷ মূলত, সন্দেশখালিতে ইডির উপর হামলার তদন্তের জন্য গঠন করা হয়েছিল এই সিট ৷ কিন্তু, ইডি এর বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চে স্থগিতাদেশ চেয়ে মামলা করে ৷ সেই আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সিটের উপর সবরকম তদন্তে স্থগিতাদেশ জারি করেন ৷ কিন্তু, বর্তমানে সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতন এবং জমি জবরদখল করে ভেড়ি তৈরির অভিযোগে যে আন্দোলন হচ্ছে, তার বিরুদ্ধে তদন্তে কোনওরকম নিষেধাজ্ঞা আদালতের তরফে জারি করা হয়নি ৷

ছবি সূত্র- কুণাল ঘোষের ফেসবুক

আরও পড়ুন:

  1. হাইকোর্টের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, বাটানগর থেকে দাবি অভিষেকের
  2. সন্দেশখালি-কাণ্ডের প্রতিবাদে ময়দানে ধরনার অনুমতি চেয়ে হাইকোর্টে সুকান্ত
  3. সাংসদের দেখা না-পাওয়ায় ক্ষোভ সন্দেশখালিতে, সোশাল মিডিয়ায় সাফাই গাইলেন নুসরত

ABOUT THE AUTHOR

...view details