কলকাতা, 12 নভেম্বর: বামেদের বুকস্টলে সিনেমার স্ক্রিনিং ৷ তাও আবার শাহরুখ খানের প্রেমের সিনেমা ৷ অবাক হওয়ার মতো হলেও এমনই ঘটনা ঘটতে চলেছে আগামী 14 নভেম্বর ৷ সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দেখানো হবে এই সিনেমা ৷ আয়োজক এসএফআই-এর কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি ৷
বামেদের দলীয় কোনও কর্মসূচিতে বিশাল জমায়েত হোক বা ধর্মীয় উৎসব, বইয়ের দোকান বা স্টল দেখা যাবেই । বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নামে 'বুকস্টল'গুলি খুলে থাকেন বাম নেতা-কর্মীরা । বই বিক্রির পাশাপাশি জনসংযোগও বাড়িয়ে থাকেন তাঁরা ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই-এর সংগ্রামী বুকস্টল৷ (নিজস্ব চিত্র) কিন্তু, 'সংগ্রামী বুকস্টলে' সিনেমার স্ক্রিনিং খুব একটা দেখা যায় না । তাও, প্রেমের সিনেমা । ভালোবাসার সিনেমা । এবার সেটাই হতে চলেছে ৷ বলিউডের বাদশা শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত ‘বীরজারা’ সিনেমার প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এসএফআই-এর কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রতিবছর নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের সমানে কয়েকদিনের বুকস্টল করা হয় । সোমবার আনুষ্ঠানিক ভাবে এবারের 'সংগ্রামী বইপত্র 2024' স্টল দেওয়া হয়েছে । আগামী 14 নভেম্বর, বৃহস্পতিবার অর্থাৎ শেষদিন ‘বীরজারা’ সিনেমার ওপেন স্ক্রিনিং হবে ।
এসএফআই-এর কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি তাজবুল হক বলেন, "14 নভেম্বর অর্থাৎ শেষদিন বীরজারা-র ওপেন স্ক্রিনিং হবে । কারণ, ওই সিনেমায় ভারতবর্ষ মানে কী, আর ভালবাসা কী, তা বোঝানো হয়েছে । শত্রু দেশকে যদি বাদ দিই তাহলেও আমরা দেখবো, কেন্দ্রের বিজেপি সরকার আমাদের পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছে । তেমনই, দেশের মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদে হিংসার বাতাবরণ বাড়িয়ে চলেছে । নির্দিষ্ট ধর্মের মানুষকে হুমকি দেওয়া হচ্ছে পাকিস্তান পাঠিয়ে দেব বলে । এসবের বিরুদ্ধেই ভারতের মূল ধারণাটাই আবারও তুলে ধরার চেষ্টা এসএফআইয়ের ।"
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই-এর সংগ্রামী বুকস্টল৷ (নিজস্ব চিত্র) উল্লেখ্য, এদিন 'সংগ্রামী বইপত্র 2024' স্টলের উদ্বোধন করেন অধ্যাপিকা ড. অদিতি ঘোষ । উপস্থিত ছিলেন এসএফআই-এর কলকাতা জেলার প্রাক্তন সভাপতি অর্জুন রায় এবং এসএফআই-এর কলকাতা জেলার সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় ৷ এদিন 'বই সংকটে বইপাড়া সংকটে কি’ শিরোনামে এক প্যানেল ডিসকাশনে মিলিত হন প্রকাশকরা । 12 তারিখ বিকেল 5টায় প্রান্তিক মানুষের বেঁচে থাকার নানা গল্প নিয়ে আসর জমবে । 13 তারিখ রাজনীতির ঊর্ধ্বে উঠে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
বুকস্টল প্রসঙ্গে তাজবুল হক বলেন, "প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির উদ্যোগে নভেম্বর বিপ্লবকে স্মরণে রেখে বিশ্ববিদ্যালয়ের মেন গেটের পাশে বিকল্প প্রগতিশীল সংস্কৃতির প্রসারের জন্য এই বুক স্টলের আয়োজন করেছি ।"