পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দাদুর জন্মবার্ষিকীতে রক্ত দিলেন দীপ্সিতা, লাল-ছাপা শাড়িতে ননদিনীর পাশে সোহিনী - Dipsita Dhar and Sohini Sarkar - DIPSITA DHAR AND SOHINI SARKAR

সদ্য শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ দাদার বিয়ের রাতে চুটিয়ে আনন্দ করেছেন সিপিএমের যুবনেত্রী দীপ্সিতা ধর ৷ সম্পর্কে শোভনের মাসতুতো বোন বামনেত্রী দীপ্সিতা ৷ আজ তাঁর দাদু তথা ডোমজুড়ের প্রাক্তন সিপিএম বিধায়ক পদ্মনিধি ধরের জন্মবার্ষিকী ছিল ৷ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শিবিরে রক্ত দিলেন নাতনি দীপ্সিতা ৷ ননদিনীর পাশে দেখা গেল টলি অভিনেত্রী সোহিনীকে ৷

Dipsita Dhar and Sohini Sarkar
(বাঁদিক থেকে) দীপ্সিতা ধর ও সোহিনী সরকার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 8:01 PM IST

Updated : Jul 21, 2024, 10:33 PM IST

বালি, 21 জুলাই:একুশে জুলাই যখন ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস উদযাপন হচ্ছে তখন হাওড়ার বালিতে চলছে রক্তদান শিবির ৷ বালিতে এই রক্তদান শিবিরের আয়োজক এসএফআইয়ের যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর ৷ তাঁর দাদু ডোমজুড়ের প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক পদ্মনিধি ধরের জন্মবার্ষিকীতে তিনি এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন ৷

দিন দুয়েক আগে বাম যুব নেত্রী দীপ্সিতা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তাতে তিনি তাঁর দাদু প্রাক্তন সিপিএম বিধায়ক পদ্মনিধি ধরের জন্মবার্ষিকীতে আয়োজিত এই রক্তদান শিবিরে যোগ দেওয়ার আহ্বান জানান ৷ এদিন নেত্রীর পাশে দেখা গেল নববধূ তথা পর্দার সত্যবতী সোহিনী সরকারের ৷ লাল-ছাপা শাড়িতে ননদিনীর পাশে দাঁড়িয়ে রয়েছেন টলি-অভিনেত্রী ৷

রবিবার সিপিএম নেত্রী দীপ্সিতা সোশাল মিডিয়া ফেসবুক অ্য়াকাউন্ট থেকে বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে দেখা যায় লাল-ছাপা শাড়িতে বক্তৃতা দিচ্ছেন সোহিনী ৷ লাল ব্লাউজ, হাতে শাখা-পলা পরে অভিনেত্রী যেন একেবারে বাঙালি ঘরের বউ, ঠিক যেন রিলের সত্যবতী ৷ সেখানে সোহিনী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, "আমরা এখনও পর্যন্ত আছি, এখনও পর্যন্ত ভালো থাকার আশা বুকে বেঁধে নিয়ে আমরা চলব ৷ এখনই বাংলাদেশ আমরা আশা করব না ৷ আমরা পশ্চিম বাংলাই আশা করব ৷"

এরপর সোহিনীর স্বামী শোভনও কিছু বক্তব্য রাখেন ৷ ভিডিয়োটি পোস্ট করে সিপিএম যুবনেত্রী লিখেছেন, "রক্তদাতাদের শুভেচ্ছা জানাচ্ছেন সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায় ৷" পাশাপশি দীপ্সিতা নিজেও বেশকিছু লাইভ ভিডিয়ো করেন ৷

এপ্রসঙ্গে বলে রাখা ভালো, গায়ক শোভন গঙ্গোপাধ্যায় হাওড়ার বালির ছেলে ৷ হাওড়াতে বাড়ি এসএফআইয়ের যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধরের ৷ তিনি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শ্রীরামপুর আসনে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ তবে এই আসনে তাঁকে হারিয়ে জয়লাভ করেন এই আসনের তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

উল্লেখ্য, নায়িকা সোহিনী সরকারের সঙ্গে গত 15 জুলাই সইসাবুদ করে বিয়ে করেছেন গায়ক শোভন। সেরেছেন রিসেপসনও ৷ তাঁর একগুচ্ছ ছবি নবদম্পতি পোস্টও করেন সোশাল মিডিয়ায় ৷

Last Updated : Jul 21, 2024, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details