বালি, 21 জুলাই:একুশে জুলাই যখন ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস উদযাপন হচ্ছে তখন হাওড়ার বালিতে চলছে রক্তদান শিবির ৷ বালিতে এই রক্তদান শিবিরের আয়োজক এসএফআইয়ের যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর ৷ তাঁর দাদু ডোমজুড়ের প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক পদ্মনিধি ধরের জন্মবার্ষিকীতে তিনি এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন ৷
দিন দুয়েক আগে বাম যুব নেত্রী দীপ্সিতা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তাতে তিনি তাঁর দাদু প্রাক্তন সিপিএম বিধায়ক পদ্মনিধি ধরের জন্মবার্ষিকীতে আয়োজিত এই রক্তদান শিবিরে যোগ দেওয়ার আহ্বান জানান ৷ এদিন নেত্রীর পাশে দেখা গেল নববধূ তথা পর্দার সত্যবতী সোহিনী সরকারের ৷ লাল-ছাপা শাড়িতে ননদিনীর পাশে দাঁড়িয়ে রয়েছেন টলি-অভিনেত্রী ৷
রবিবার সিপিএম নেত্রী দীপ্সিতা সোশাল মিডিয়া ফেসবুক অ্য়াকাউন্ট থেকে বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে দেখা যায় লাল-ছাপা শাড়িতে বক্তৃতা দিচ্ছেন সোহিনী ৷ লাল ব্লাউজ, হাতে শাখা-পলা পরে অভিনেত্রী যেন একেবারে বাঙালি ঘরের বউ, ঠিক যেন রিলের সত্যবতী ৷ সেখানে সোহিনী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলেন, "আমরা এখনও পর্যন্ত আছি, এখনও পর্যন্ত ভালো থাকার আশা বুকে বেঁধে নিয়ে আমরা চলব ৷ এখনই বাংলাদেশ আমরা আশা করব না ৷ আমরা পশ্চিম বাংলাই আশা করব ৷"