পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বয়সের ভার প্রচারে গতি কমালেও ভোটের ময়দানে এখনও প্রাসঙ্গিক সিপিএমের অশোক ভট্টাচার্য - Ashok Bhattacharya - ASHOK BHATTACHARYA

Ashok Bhattacharya: বাংলার রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক সিপিএমের অশোক ভট্টাচার্য ৷ বয়সের ভারে ছুটে বেড়াতে না পারলেও দার্জিলিংয়ে জোট প্রার্থীর হয়ে সক্রিয়ভাবে প্রচার সেরেছেন তিনি ৷ সেই নিয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ইটিভি ভারত-কে ৷

Ashok Bhattacharya
Ashok Bhattacharya

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 6:49 PM IST

বয়সের ভার প্রচারে গতি কমালেও ভোটের ময়দানে এখনও প্রাসঙ্গিক সিপিএমের অশোক ভট্টাচার্য

দার্জিলিং, 25 এপ্রিল: বাংলার রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক সিপিএম নেতা অশোক ভট্টাচার্য । এবারের লোকসভা নির্বাচনেও সক্রিয়ভাবে প্রচার সেরেছেন তিনি । জোট প্রার্থী মুনিষ তামাংয়ের হয়ে এবারের নির্বাচনেও তাঁকে দেখা গিয়েছে প্রচার করতে । বার্ধ্যকের কারণে আগের মতো ছুটে বেড়াতে না পারলেও দলের হয়ে প্রচারে পিছিয়ে পড়েননি একসময়ের দোর্দণ্ডপ্রতাপ বামনেতা অশোক ভট্টাচার্য । ছোট ছোট মিটিং, মিছিল করেছেন ।

উত্তরের রাজনীতিতে এখনও গুরুত্ব রয়েছে এই নেতার । বামফ্রন্টের উত্তরের মুখ বলতে একবারে পরিচিত অশোক ভট্টাচার্য । বাম জমানায় 15 বছর মন্ত্রী ছিলেন পৌর ও নগরোন্নয়ন দফতরের । এছাড়াও সামলেছিলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ ।

রাজ্যে পালাবদলের পর বিধানসভা নির্বাচনে শাসকদলের রুদ্রনাথ ভট্টাচার্যের কাছে পরাজিত হন । কিন্তু দমে যাননি । কামব্যাক করেছিলেন । ফের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। পরে পৌর নির্বাচনেও জয়ী হয়ে মেয়র পদ সামলান । কিন্তু গত পৌর নির্বাচনে গৌতম দেবের কাছে ও বিধানসভা নির্বাচনে তারই একদা ছায়াসঙ্গী শঙ্কর ঘোষের কাছে পরাজিত হন তিনি । এরপরই তাঁর রাজনীতি থেকে কিছুটা দূরত্ব তৈরি হয় ।

বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর আমন্ত্রিত সদস্য অশোক ভট্টাচার্য । রাজনীতিতে আর কোনও পদ নেই, প্রশাসনেও কোনও পদে নেই অশোক ভট্টাচার্যর । কিন্তু রাজ্য বা উত্তরের রাজনীতিতে এখনও তাঁর অবদান অস্বীকার করতে পারেন না কোনও রাজনৈতিক দলের নেতৃত্বরা ।

অশোক ভট্টাচার্যর কথায়, "করছি মিটিং, মিছিল যেটুকু পারছি । বয়সের জন্য আগের মতো না পেরে উঠলেও যেটুকু পারি করছি । লড়াইটা আগের থেকে আরও কঠিন । আমাদের লড়াই বিজেপি ও তৃণমূল উভয়ের বিরুদ্ধে । সেজন্য গ্রামে গ্রামে গিয়েছি । কর্মীদের উৎসাহিত করেছি ।"

আরও পড়ুন:

  1. নির্বাচনী বন্ডের বিরুদ্ধে লড়াই করা সিপিএম অর্থ সংগ্রহে কতটা স্বচ্ছ ?
  2. টাকা আদায় করতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন, চাকরি হারাদের পরামর্শ সেলিমের
  3. ভোটের বাজারে সেলফি কনটেস্ট ! অভিনব ভোট প্রচারে সিপিএম

ABOUT THE AUTHOR

...view details