পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বহু বিঘা জমি লুঠ ! এবার শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে ক্ষোভের আগুন সন্দেশখালিতে

Shahjahan brother Siraj: এবার শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে বিঘার পর বিঘা জমি লুঠের অভিযোগ উঠল । এই নিয়ে আজ পুলিশের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় বাসিন্দাদের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 5:50 PM IST

Updated : Feb 22, 2024, 7:54 PM IST

শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে ক্ষোভের আগুন সন্দেশখালিতে

সন্দেশখালি, 22 ফেব্রুয়ারি:রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালি ছাড়তেই ফের ক্ষোভের আগুন সন্দেশখালিতে । এ বার জনরোষ শাহজাহানের মেজো ভাই তথা তৃণমূলের যুব নেতা শেখ সিরাজউদ্দিনকে ঘিরে । তাঁর বিরুদ্ধেও উঠেছে জমি দখল করে বিঘার পর বিঘা ভেড়ি বানানোর অভিযোগ ।পুলিশকে সামনে পেয়ে শাহজাহানের 'দোসর' সিরাজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামের মহিলারা । চলল বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বচসাও ।সেই ক্ষোভের আগুনে পুড়ল ভেড়ির পাশের একটি আলাঘরও । যার জেরে নতুন করে উত্তাল হল সন্দেশখালি বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি এলাকা ।

পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলেও এখনও গোটা এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে । ফলে, যে কোনও সময় আবারও গ্রামবাসীদের আন্দোলনে জনবিস্ফোরণের চেহারা নিতে পারে সন্দেশখালিতে । তবে, পরিস্থিতির দিকে নজর রাখছেন পুলিশের শীর্ষ-কর্তারা । গ্রামে গ্রামে টহল দেওয়া শুরু হয়েছে পুলিশ বাহিনীর । তাঁরা কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে । আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে বলে খবর সূত্রের ।

শাহজাহান-শিবু-উত্তম ! সন্দেশখালির এই 'ত্রিমূর্তি'-র বিরুদ্ধেই এতদিন যত ক্ষোভ-বিক্ষোভ ছিল গ্রামবাসীদের । জোর করে জমি দখল, কৃষি জমিতে নোনাজল ঢুকিয়ে সেখানে বেআইনিভাবে ভেড়ি বানানো । গরিব মানুষের উন্নয়নের টাকা লুঠ, নারীদের উপর নির্যাতন - এমনই ভুড়ি ভুড়ি অভিযোগ ঘিরে শাহজাহান ও তাঁর দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে ৷ তাঁদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের মহিলারা ।

শাহজাহান, শিবু, উত্তমের অপকর্মের বিরুদ্ধে যখন জনরোষ বাড়ছে, তখনই সন্দেশখালিতে গায়ের জোরে জমি দখল করে ভেড়ি বানানোর অভিযোগ উঠল শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে । অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েতের ঝুপখালিতে বিঘার পর বিঘা কৃষিজমি দখল করে সেই জমিতে বেআইনিভাবে ভেড়ি তৈরি করেছেন সিরাজ ।

গ্রামবাসীরা বলছেন, "আগে সিরাজ গ্রামে ডাক্তারি করলেও পরে সে এলাকার মস্তান হয়ে ওঠেন । শাসকদলের যুব নেতা হওয়ার কারণে এলাকায় তাঁর দাপটও ছিল সুবিদিত ! একদিকে সম্পর্কে শাহজাহানের মেজো ভাই ৷ অন‍্যদিকে সিরাজ তৃণমূলের যুব নেতা হওয়ায় তাঁর অন‍্যায় কাজের প্রতিবাদ করার সাহস দেখাতে পারতেন না গ্রামবাসীরা । সেই সুযোগ কাজে লাগিয়ে দিনের পর দিন সে তার দৌরাত্ম্য বাড়িয়ে গিয়েছে ৷"

এই বিষয়ে গীতা বর নামে এক মহিলা বলেন, "এখনও চাষের জমি থেকে মাটি কেটে নিয়ে পাচার করছে সিরাজের দলবল । আমার প্রতিবন্ধী স্বামীকে মেরে হাত-পা ভেঙে দিয়েছে । পুলিশকে বলতে গেলেই বলছে মীমাংসা করে নাও । কেন আমরা মীমাংসা করতে যাব ? আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই ! দিদি কি এ সব দেখতে পান না ? জেনেশুনেও চুপ করে রয়েছেন ? প্রশয় দিচ্ছেন অন‍্যায়কারীদের ? এখনও আমাদের বুকে ভয় নিতে রাত কাটাতে হয় ! কেন এটা হবে ? আমরা সুবিচার চাই ।"

এ দিকে, তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত-সহ দলীয় নেতৃত্বরা বৃহস্পতিবার ক্ষোভ প্রশমনে গ্রামে গ্রামে ঘোরেন । কিন্তু তা করতে গিয়ে উলটে তাঁদেরই বিক্ষোভের মুখে পড়তে হয় । কেন এতদিন পরে তাঁরা গ্রামে এসেছেন, সে কথাও এদিন শুনতে হয় শাসকদলের নেতাদের । ফলে, সন্দেশখালি কাণ্ডে ড‍্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বরং অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে ।

আরও পড়ুন:

  1. 'সন্দেশখালির নির্যাতিতাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি বসানো হবে', দাবি সুকান্ত মজুমদারের
  2. মুছল শাহজাহানের নাম, সন্দেশখালির খেলার মাঠ দখলমুক্ত করে গ্রামবাসীদের ফেরাল পুলিশ
  3. সন্দেশখালি তৃণমূল সরকারের কবরস্থান হবে, দাবি বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার
Last Updated : Feb 22, 2024, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details