পটনা, 5 জুলাই: শরিকদের ভরসায় কেন্দ্রে এবার সরকার গঠন করেছে বিজেপি ৷ সেই সরকারকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করলেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদব ৷ তবে কটাক্ষ করেই থেমে যাননি বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা ৷ বরং তিনি দাবি করেছেন যে একমাসের মধ্যে পতন হবে কেন্দ্রের মোদি সরকারের ৷
বিজেপি অবশ্য লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে দিয়েছে ৷ তাদের পালটা দাবি, অলীক স্বপ্ন দেখছেন আরজেডি সুপ্রিমো ৷ কারণ, দেশের মানুষ যে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা রাখেন, তা আরও একবার এই লোকসভা নির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়েছে ৷
28 বছর আগে জনতা দল থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় জনতা দল তৈরি করেছিলেন লালু প্রসাদ যাদব ৷ সেই দল তৈরির বর্ষপূর্তিতে শুক্রবার বিহারের রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অসুস্থতা সত্ত্বেও সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরজেডি সুপ্রিমো ৷ সেখানে তিনি মিনিট দশেক ভাষণ দেন ৷ সেই ভাষণের সময়ই তিনি বলেন, ‘‘মোদি সরকার দুর্বল ৷ যেকোনও সময় এর পতন হতে পারে ৷ আগামী অগস্টেই পতন হতে পারে এই সরকারের ৷’’
তিনি যখন এই কথা বলছেন, সেই সময় তাঁর পাশেই ছিলেন তেজস্বী যাদব (বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও লালুর ছোট ছেলে)৷ তেজস্বীকে পাশে নিয়েই কর্মীদের উদ্দেশ্য়ে বার্তাও দেন লালু ৷ তিনি জানান, কেন্দ্রের সরকার পতন হতে পারে এটা ধরে নিয়েই সকলকে প্রস্তুত থাকতে হবে ৷ একই সঙ্গে এবারের লোকসভা নির্বাচনে বিহারে আরজেডি-র আসন সংখ্য়া ও ভোট শতাংশ বৃদ্ধির বিষয়টিও তিনি উল্লেখ করেন ৷