পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

লোকসভার প্রস্তুতিতে 'হাত', অধীরের নেতৃত্বে বঙ্গ কংগ্রেসে নির্বাচনী কমিটি

Adhir Chowdhury: দিন ঘোষণা না হলেও বঙ্গে লোকসভা নির্বাচনী কমিটি গড়ে দিল সর্বভারতীয় কংগ্রেস ৷ 24 জনের নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে । আর কারা আছেন সেই কমিটিতে ?

Etv Bharat
অধীরের নেতৃত্বে বঙ্গ কংগ্রেসে নির্বাচনী কমিটি

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 8:56 AM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটি (PEC) গঠন করল সর্বভারতীয় কংগ্রেস কমিটি ৷ সোমবার সন্ধের পরে সেই কমিটি প্রকাশ করা হয়েছে । এই বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 24 সদস্যের ওই কমিটির সম্মতি দিয়েছেন । এই সদস্যরা রাজ্যের 42টি আসনে কংগ্রেসের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ও কার্যকরী পদক্ষেপ নেবেন । ঠিক একইভাবে মহিলা কংগ্রেস, কংগ্রেস ছাত্র ও যুব এবং সেবাদল একজন করে মোট 4 জনকে এক্স অফিসো মেম্বার হিসেবে রাখা হয়েছে । আর 24 জনের নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে । তারপরেই আছেন প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, আবু হাসেম খান চৌধুরী, ডিপি সিং ও আব্দুল মান্নান প্রমুখ ।

এদিকে আসন রফার আগেই গত জানুয়ারির শুরুতেই 42 কেন্দ্রে কো-অর্ডিনেটরের নাম ঘোষণা করেছিল কংগ্রেস । যা নিয়ে প্রদেশ কংগ্রেসের অন্দরে ক্ষোভ জন্মেছিল । কিন্তু, নির্বাচনী কমিটি নিয়ে এখনও পর্যন্ত বেসুরো হতে দেখা যায়নি দলীয় নেতৃত্বের কাউকেই ।

তবে, ইন্ডিয়া জোট শরিক তথা এ রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে কোনও আসন রফার আগেই 42 কেন্দ্রে কো-অর্ডিনেটর নিয়োগ নিয়েও জল্পনা শুরু হয় । পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা লড়ার বার্তায় সেই জল্পনা আরও স্পষ্ট হয় । বঙ্গে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রার পর বঙ্গে জোটের ভবিষ্যত একরকম স্পষ্ট হয়ে গিয়েছে । তারা কোনওভাবেই যে শাসক তৃণমূলের সঙ্গে হাত মেলাতে চান না দিল্লির কাছে তা বারবার জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । যদিও মাঝে বঙ্গে এসে জোট নিয়ে জয়রাম রমেশ ও শশী থারুরের বক্তব্য জল্পনা উস্কে দিয়েছিল । কংগ্রেস তৃণমূলের মুখাপেক্ষী হয়ে রয়েছে বলেও রাজনৈতিক মহলে কটাক্ষ শোনা যায় । তারপরও ভারত জোড়ো ন্যায়যাত্রায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের যোগ দেওয়া এবং তৃণমূলের অনুপস্থিতি অন্য মাত্রা দেয় । শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার ৷

আরও পড়ুন :

  1. বাংলার পুলিশ অন্ধ, রাহুলের গাড়ির কাচ ভাঙায় প্রশাসনকেই দায়ী করলেন অধীর
  2. অধীরের জন্যই রাহুলের ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি, তৃণমূল বললেই সরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বহরমপুরের সাংসদের
  3. রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের

ABOUT THE AUTHOR

...view details