পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

সন্দেশখালি থেকে 1 কিলোমিটার আগে অধীরকে আটকাল পুলিশ, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেসের - Congress

Police Stop Adhir Chowdhury from Going to Sandeshkhali: অধীর চৌধুরী-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বকে সন্দেশখালিতে যেতে বাধা দিল পুলিশে ৷ 144 ধারা জারি থাকায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের আটকায় পুলিশ ৷ এর পরেই প্রতিবাদে রাস্তায় বসে পড়েন অধীর-সহ বাকি কংগ্রেস নেতারা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 4:28 PM IST

Updated : Feb 16, 2024, 5:55 PM IST

সন্দেশখালি থেকে 1 কিলোমিটার আগে অধীরকে আটকাল পুলিশ

সন্দেশখালি, 16 ফেব্রুয়ারি: সন্দেশখালি ঢোকার প্রায় এক কিলোমিটার আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-সহ বাকি নেতৃত্বকে আটকে দিল পুলিশ ৷ সরবেড়িয়াতেই পুলিশ কংগ্রেস প্রতিনিধি দলকে আটকে দিয়েছে ৷ তার দেরে ব্যারিকেডের সামনেই রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব ৷ এক ঘণ্টার উপর পেরিয়ে গেলেও অধীরের এই অবস্থান বিক্ষোভ জারি রয়েছে ৷ সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 'নৃশংসতার রানি'বলে কটাক্ষ করেছেন তিনি ৷

গত 7 ফেব্রুয়ারি থেকে অশান্ত হয়ে রয়েছে সন্দেশখালি এলাকা ৷ সন্দেশখালির তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্ম ও বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা থেকে অশান্ত হয়ে ওঠে ৷ এমনকি গ্রামবাসীদের উপর পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও উঠেছে ৷ যার পরেই বারেবারে বিরোধী বিজেপি ও সিপিআইএমের প্রতিনিধি দলকে সন্দেশখালিতে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশের তরফে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে প্রায় একসপ্তাহ ধরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি ও রাজ্যের রাজনৈতিক আবহ ৷

এবার কংগ্রেসের প্রতিনিধি দলকেও আটকালো পুলিশ ৷ উল্লেখ্য, গতকাল বিজেপিকে প্রায় 6 কিলোমিটার দূরে আটকেছিল পুলিশ ৷ আজকে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধিদলকে 1 কিলোমিটার দূরে সরবেড়িয়া এলাকায় ব্যারিকেড করে আটকে দেয় ৷ পুলিশের কাছে বাধা পেয়ে, কংগ্রেস নেতা-কর্মীরা ধাক্কাধাক্কি শুরু করেন বলে অভিযোগ ৷ এর পরেই অধীর-সহ বাকি কংগ্রেস নেতৃত্ব রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে শুরু করেন ৷ সঙ্গে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব রয়েছে ৷ প্রাক্তন বিধায়ক অমিতাভ মজুমদার অধীরদের সঙ্গে রয়েছে ৷ অন্যদিকে, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকেও শুক্রবার সন্দেশখালিতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ৷

কেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সন্দেশখালিতে ঢুকতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ ? সেই প্রশ্ন তুলেছেন অধীর ৷ সঙ্গে শেখ শাহজাহান এবং শিবপ্রসাদ হাজরার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তিনি ৷ উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো সন্দেশখালি থেকে 144 ধারা প্রত্যাহার করে নেয় বসিরহাট পুলিশ প্রশাসন ৷ এরপর আদালতের নির্দেশ মতো, বুধবার বাছাই করা 19টি জায়গায় নতুন করে অশান্তি ছড়াতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে 144 ধারা ফের জারি করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির পথে বাধা, কলকাতায় ফিরে রাজ্যপালকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
  2. সন্দেশখালি কাণ্ডে জনস্বার্থ মামলা খতিয়ে দেখতে সম্মত সুপ্রিম কোর্ট
  3. 'রাষ্ট্রপতি শাসন জারি না হলে মমতার জঙ্গলরাজ চলবে ', সন্দেশখালি যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির
Last Updated : Feb 16, 2024, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details