কোলাঘাট, 21 মে: ষষ্ঠ দফা ভোটের আগে আচমকাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা পুলিশের ৷ মঙ্গলবার রাতে হঠাতই শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে তল্লাশি অভিযানে যায় কোলাঘাট থানার পুলিশ ৷ বেশ কিছুক্ষণ সেখানে তল্লাশির পর বেরিয়ে আসে পুলিশ ৷ এরপরই দলীয় কর্মসূচি সেরে সোজা কোলাঘাট থানায় চলে যান শুভেন্দু অধিকারী ৷ যদিও শুভেন্দুর দাবি, তাঁর বাড়ি তল্লাশি নিয়ে পুলিশের তরফে তাঁকে কিছুই জানানো হয়নি ৷
জানা গিয়েছে, এদিন রাতে শুভেন্দুর কোলাঘাটের ভাড়াবাড়িতে যায় কোলাঘাট থানার পুলিশ ৷ বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে বিরোধী দলনেতার বাড়ি ৷ অভিযোগ, শুভেন্দু অধিকারীর ঘরেও ঢোকে পুলিশ ৷ পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, এক দুষ্কৃতীর খোঁজেই ওই বাড়িতে গিয়েছিল পুলিশ বাহিনী ৷ সেই সময় অবশ্য অন্য কর্মসূচিতে কেশপুরে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ পরে নিজের দলীয় কর্মসূচি সেড়ে সোজা কোলাঘাট থানায় হাজির হন শুভেন্দু অধিকারী। থানার সামনে পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতেও দেখা যায় তাঁকে ৷ পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশি অভিযান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ৷