পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তৃণমূলের ‘দু হাতে লুটে নেওয়া’ টাকা জনগণকে ফেরানো হবে, মোদির মুখে নয়া ‘গ্যারান্টি’ - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: মঙ্গলবার উত্তর 24 পরগনার অশোক নগরে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে আক্রমণ করেন ৷ প্রধানমন্ত্রীর দাবি, তৃণমূলের দুর্নীতির টাকা জনগণকে ফেরানো হবে ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 4:48 PM IST

অশোকনগর, 28 মে:শেষ দফার নির্বাচনের আগে উত্তর 24 পরগনার অশোকনগরে বিজেপির নির্বাচনী জনসভা থেকে পশ্চিমবঙ্গের জন্য গ্যারান্টির কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিশ্রুতি দিলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা সাধারণ মানুষের থেকে যে টাকা লুট করেছে, তা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন তিনি ৷

মঙ্গলবার অশোকনগরে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী ৷ ভাষণের শুরুতে তিনি পূর্ব ভারতের উন্নয়নের প্রসঙ্গ তোলেন ৷ তাঁর সরকার কিভাবে পূর্ব ভারতের উন্নয়নের জন্য কাজ করছে, সেই কথা বলেন তিনি ৷ এর পর তিনি চলে আসেন বাংলার প্রসঙ্গে ৷ বাংলার খনিজ সম্পদ, জলপথ যোগাযোগ ব্যবস্থা এবং অতীতের সোনালি দিনের কথা উল্লেখ করেন ৷

তার পরই তিনি বলেন, ‘‘বাংলায় এখন অধিকাংশ কারখানা বন্ধ ৷ বাংলার তরুণরা এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে ৷ এই পরিস্থিতির জন্য কে দায়ী ? প্রথমে কংগ্রেস, তার পর বামেরা বাংলাকে লুটেছে ৷ এখন তৃণমূল দু’হাতে লুটছে ৷’’ তিনি অভিযোগ করেন যে বাংলায় সিপিএম ও তৃণমূল গোপন আঁতাত করেছে ৷ তাঁর দাবি, মানুষ এবার সিপিএম ও তৃণমূলের এই ‘পর্দার পিছনের খেলা’ বন্ধ করে দেবে ৷

ভাষণের এই জায়গায় এসে মোদি দশ বছর আগে তাঁর বলা একটি কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘দশ বছর আগে যখন ক্ষমতায় এসেছিলাম, তখন পুরো দেশকে গ্যারান্টি দিয়েছিলাম যে না খাউঙ্গা, না খানে দুঙ্গা (দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দেব না) ৷ দশ বছরে কেন্দ্রে একটাও দুর্নীতি হতে দেয়নি ৷’’ এর পর তিনি বাংলার জন্য গ্যারান্টির কথা বলেন ৷ মোদি বলেন, ‘‘মোদি এবার বাংলার জন্য গ্যারান্টি দিচ্ছে ৷ এখন আমার গ্যারান্টি হল - যে খেয়েছে তার থেকে নিয়ে নেব (দুর্নীতির টাকা আদায় করা হবে) ৷ আর যার থেকে খেয়েছে তাকে ফেরত দেব (দুর্নীতির ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হবে) ৷’’

আরও পড়ুন:

এর পর সরাসরি তিনি আক্রমণ করেন তৃণমূলকে ৷ মোদি বলেন, ‘‘তৃণমূলের নেতাদের কাছ থেকে নোটের পাহাড় বেরিয়েছে ৷ এক এক টাকার হিসেব হবে৷ যাদের থেকে লুটেছে, তাদের কীভাবে ফেরত দেওয়া হবে, তার জন্য আইনি পথ তৈরি হচ্ছে ৷ এখনও পর্যন্ত 17 হাজার কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছি ৷ বাংলাতেও আপনাদের থেকে লুটে নেওয়া টাকা ফেরত দেওয়া হবে ৷ তার পুরো চেষ্টা করছি ৷’’

তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রায়ের কথাও উল্লেখ করেন মোদি ৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘কলকাতা হাইকোর্ট বলেছে 77টি মুসলমান গোষ্ঠীকে ওবিসি সংরক্ষণ দেওয়া অসাংবিধানিক ৷ ওবিসির অধিকার ভোট জিহাদিদের জন্য লুটে নিয়েছে ৷ আদালতের রায়ের পর তৃণমূলের মুখ্যমন্ত্রী কী কী বলছেন দেখুন ? বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলছে৷ বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে ৷ এখন বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডা পাঠিয়ে দেবে নাকি ? পুরো দেশ দেখছে তৃণমূল কীভাবে বাংলায় বিচারব্যবস্থার কণ্ঠরোধ করছে ৷’’

তাঁর আরও দাবি, ‘‘তৃণমূল সত্যি সহ্য করতে পারে না ৷ যারা ওদের সত্যি সামনে আনে, তাদের টার্গেট করে ৷ তৃণমূলের বিধায়ক বলেছে যে হিন্দুদের ভাগরথীতে ফেলে দেওয়া হবে ৷ এই নিয়ে ভুল স্বীকার করার জন্য সন্তরা তৃণমূলকে অনুরোধ করেছিল ৷ তখন তাঁদের গালিগালাজ করছে ৷ এখন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘকে অপমান করছে ৷ এসব ভোট ব্যাংককে খুশি করতে, ভোট জিহাদকে বাড়তে দেওয়ার জন্য করছে ৷’’

এ দিনের ভাষণে সন্দেশখালির প্রসঙ্গ এনেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ সন্দেশখালির প্রতিবাদীদের মধ্যে অন্যতম বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছে মোদির ভাষণে ৷ তিনি বলেন, ‘‘সন্দেশখালিতে মহিলারা প্রতিবাদ করেছিল, তাই ওদের টার্গেট করছে ৷ দেশকে দেখছে একজন গরিবের মেয়েকে সংসদে পাঠাতে বিজেপি এত বড় কাজ করেছে ৷ এটা পবিত্র কাজ ৷ কারণ, রেখা পাত্র নারী শক্তির জন্য লড়ছেন ৷ রেখা পাত্র সংসদে দেশের মহিলাদের কথা তুলবেন ৷ তৃণমূলের এতবড় শক্তির বিরুদ্ধে লড়ছেন তিনি ৷ মা দুর্গার সত্যিকারের পূজারী রেখা ৷’’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘‘মা-মাটি-মানুষের কথা বলা তৃণমূল মায়েদের ভীত করেছে, মাটিকে অপমান করেছে ৷ তৃণমূলের মহিলা বিধায়করা প্রতিবাদ করলে, তাদের ভয় দেখানো হচ্ছে ৷ কেশপুরের একটি ভিডিয়ো দেখলাম৷ সেখানে মহিলারা তৃণমূলের গুন্ডাদের দেখে ভয় পাচ্ছে ৷’’

মোদির আরও অভিযোগ, ‘‘ইন্ডি জোটের নেতারা গরিব ও মধ্যবিত্তের সম্পদের এক্স-রে করতে চান ৷ মোদি এই দুর্নীতিগ্রস্তদের কালো টাকা, অন্যায়ের টাকার এক্স-রে বের করবে যে এদের পরবর্তী প্রজন্ম দুর্নীতি করার আগে একশোবার ভাববে ৷’’ জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তৃণমূল ও ইন্ডির আপনাদের বিকাশের সঙ্গে কোনও সম্পর্ক নেই ৷ এদের শুধু ভোট ব্যাংকের সঙ্গে সম্পর্ক ৷ রাতদিন যে জামাত সংবিধান, তানাশাহীর কথা বলে, তারা বাংলায় এসে একবার দেখুক এখানে কী চলছে ৷’’

সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‘তোষণের রাজনীতির জন্য সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল ৷ তারা প্রথমে আটকাতে চেয়েছিল ৷ পারেনি ৷ মোদি সঠিক সময় নিয়ে এসেছে সিএএ ৷ এখন বিভ্রান্ত করছে মানুষকে ৷ তৃণমূল কেন, সারা বিশ্বের কোনও শক্তি মোদির এই সংকল্পকে আটকাতে পারবে না ৷’’

আগামিদিনে বিদ্যুতের বিল জিরো করার প্রতিশ্রুতিও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ৷ তিনি বলেন, ‘‘আপনাদের বিদ্যুতের বিল জিরো করে দেব ৷ সোলার প্যানেল লাগাতে 75 হাজার টাকা দেবে সরকার ৷ উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করবেন, সরকার তা কিনে নেবে ৷’’

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details