অশোকনগর, 28 মে:শেষ দফার নির্বাচনের আগে উত্তর 24 পরগনার অশোকনগরে বিজেপির নির্বাচনী জনসভা থেকে পশ্চিমবঙ্গের জন্য গ্যারান্টির কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিশ্রুতি দিলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা সাধারণ মানুষের থেকে যে টাকা লুট করেছে, তা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন তিনি ৷
মঙ্গলবার অশোকনগরে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী ৷ ভাষণের শুরুতে তিনি পূর্ব ভারতের উন্নয়নের প্রসঙ্গ তোলেন ৷ তাঁর সরকার কিভাবে পূর্ব ভারতের উন্নয়নের জন্য কাজ করছে, সেই কথা বলেন তিনি ৷ এর পর তিনি চলে আসেন বাংলার প্রসঙ্গে ৷ বাংলার খনিজ সম্পদ, জলপথ যোগাযোগ ব্যবস্থা এবং অতীতের সোনালি দিনের কথা উল্লেখ করেন ৷
তার পরই তিনি বলেন, ‘‘বাংলায় এখন অধিকাংশ কারখানা বন্ধ ৷ বাংলার তরুণরা এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে ৷ এই পরিস্থিতির জন্য কে দায়ী ? প্রথমে কংগ্রেস, তার পর বামেরা বাংলাকে লুটেছে ৷ এখন তৃণমূল দু’হাতে লুটছে ৷’’ তিনি অভিযোগ করেন যে বাংলায় সিপিএম ও তৃণমূল গোপন আঁতাত করেছে ৷ তাঁর দাবি, মানুষ এবার সিপিএম ও তৃণমূলের এই ‘পর্দার পিছনের খেলা’ বন্ধ করে দেবে ৷
ভাষণের এই জায়গায় এসে মোদি দশ বছর আগে তাঁর বলা একটি কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, ‘‘দশ বছর আগে যখন ক্ষমতায় এসেছিলাম, তখন পুরো দেশকে গ্যারান্টি দিয়েছিলাম যে না খাউঙ্গা, না খানে দুঙ্গা (দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দেব না) ৷ দশ বছরে কেন্দ্রে একটাও দুর্নীতি হতে দেয়নি ৷’’ এর পর তিনি বাংলার জন্য গ্যারান্টির কথা বলেন ৷ মোদি বলেন, ‘‘মোদি এবার বাংলার জন্য গ্যারান্টি দিচ্ছে ৷ এখন আমার গ্যারান্টি হল - যে খেয়েছে তার থেকে নিয়ে নেব (দুর্নীতির টাকা আদায় করা হবে) ৷ আর যার থেকে খেয়েছে তাকে ফেরত দেব (দুর্নীতির ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হবে) ৷’’
আরও পড়ুন:
এর পর সরাসরি তিনি আক্রমণ করেন তৃণমূলকে ৷ মোদি বলেন, ‘‘তৃণমূলের নেতাদের কাছ থেকে নোটের পাহাড় বেরিয়েছে ৷ এক এক টাকার হিসেব হবে৷ যাদের থেকে লুটেছে, তাদের কীভাবে ফেরত দেওয়া হবে, তার জন্য আইনি পথ তৈরি হচ্ছে ৷ এখনও পর্যন্ত 17 হাজার কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছি ৷ বাংলাতেও আপনাদের থেকে লুটে নেওয়া টাকা ফেরত দেওয়া হবে ৷ তার পুরো চেষ্টা করছি ৷’’
তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রায়ের কথাও উল্লেখ করেন মোদি ৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘কলকাতা হাইকোর্ট বলেছে 77টি মুসলমান গোষ্ঠীকে ওবিসি সংরক্ষণ দেওয়া অসাংবিধানিক ৷ ওবিসির অধিকার ভোট জিহাদিদের জন্য লুটে নিয়েছে ৷ আদালতের রায়ের পর তৃণমূলের মুখ্যমন্ত্রী কী কী বলছেন দেখুন ? বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলছে৷ বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে ৷ এখন বিচারপতিদের পিছনেও নিজেদের গুন্ডা পাঠিয়ে দেবে নাকি ? পুরো দেশ দেখছে তৃণমূল কীভাবে বাংলায় বিচারব্যবস্থার কণ্ঠরোধ করছে ৷’’