পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

গরিবদের বঞ্চিত করে আবাস যোজনা-মনরেগার টাকা নিয়েছে তৃণমূল, দাবি প্রধানমন্ত্রীর - PM Narendra Modi

PM Narendra Modi: মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সভা থেকে একশো দিনের কাজ ও আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে ৷

PM Narendra Modi
PM Narendra Modi

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 5:05 PM IST

Updated : Apr 16, 2024, 5:48 PM IST

রায়গঞ্জ, 16 এপ্রিল: একশো দিনের কাজ ও আবাস যোজনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই দুই প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি করেছে বলে মঙ্গলবার সরাসরি অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, পিএম আবাসের ঘর গরিবের বদলে অন্য লোকেদের দেওয়া হচ্ছে ৷ মনরেগার টাকা টিএমসি খেয়ে নিয়েছে ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত বিষয় নিয়ে বছরখানেক ধরে বাংলার রাজনীতি উত্তাল হয়ে রয়েছে ৷ একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বন্ধ করে বাংলার সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার ৷ অন্যদিকে বিজেপির রাজ্য নেতারা বারবার দাবি করেছেন যে তৃণমূলের দুর্নীতির জন্যই কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়েছে ৷ মূলত, যে দু’টি প্রকল্প নিয়ে টানাপোড়েন, সেই একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে মঙ্গলবার সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এ দিন তিনি হাজির হয়েছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ সেখানে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী ৷ সেই সভার মঞ্চ থেকেই তিনি একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন ৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘পিএম আবাসের ঘর গরিবের বদলে অন্য লোকেদের দেওয়া হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকার মনরেগার জন্য টাকা দিয়েছে ৷ সেই টাকাও তৃণমূলের লোকেরা খেয়ে নিয়েছে ৷’’ তাই তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন আর জানতে চান, ‘‘এই তৃণমূলকে ক্ষমা করা উচিত ?’’

যদিও এই দুই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তোলার আগেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করার একাধিক অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘বাংলা আর পূর্ব ভারতের বিকাশের জন্য আমরা ক্রমাগত চেষ্টা করছি ৷ কিন্তু বাংলার তৃণমূল কংগ্রেস সরকার চেষ্টা করে যাতে মোদির যোজনা এখানকার মানুষের কাছে না পৌঁছায় ৷ আপনারা যাতে এর লাভ না পান ৷ তৃণমূল সরকার হয় কেন্দ্রের গরিব কল্যাণ যোজনা বন্ধ করে দেয়, অথবা এর উপর নিজের স্টিকার লাগিয়ে দেয় ৷ ... আমরা বাংলায় আধুনিক পরিকাঠামো তৈরির কাজ করি, সেখানেও বাধা দেয় ৷’’

আরও পড়ুন:

  1. রামনবমী পালন আটকাতে তৃণমূলের ষড়যন্ত্র বানচাল হয়েছে আদালতের নির্দেশে, দাবি মোদির
  2. বাংলাকে অনুপ্রবেশকারী-অপরাধীদের কাছে লিজ দিয়েছে তৃণমূল, অভিযোগ মোদির
  3. বাম সরকার রাজ্যের ক্ষতি করে, কেরলে 'মোদি কি গ্যারান্টি'র প্রচার প্রধানমন্ত্রীর
Last Updated : Apr 16, 2024, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details