রায়গঞ্জ, 16 এপ্রিল: একশো দিনের কাজ ও আবাস যোজনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই দুই প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি করেছে বলে মঙ্গলবার সরাসরি অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, পিএম আবাসের ঘর গরিবের বদলে অন্য লোকেদের দেওয়া হচ্ছে ৷ মনরেগার টাকা টিএমসি খেয়ে নিয়েছে ৷
উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত বিষয় নিয়ে বছরখানেক ধরে বাংলার রাজনীতি উত্তাল হয়ে রয়েছে ৷ একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বন্ধ করে বাংলার সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার ৷ অন্যদিকে বিজেপির রাজ্য নেতারা বারবার দাবি করেছেন যে তৃণমূলের দুর্নীতির জন্যই কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়েছে ৷ মূলত, যে দু’টি প্রকল্প নিয়ে টানাপোড়েন, সেই একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে মঙ্গলবার সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এ দিন তিনি হাজির হয়েছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ সেখানে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী ৷ সেই সভার মঞ্চ থেকেই তিনি একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন ৷