পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

‘মহব্বত কি দুকান’-এ এখন ভুয়ো ভিডিয়ো বিক্রি হচ্ছে, মোদির নিশানায় কংগ্রেস - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের ধারাশিব জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি ভুয়ো ভিডিয়োর প্রসঙ্গ তোলেন৷ প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘মহব্বত কি দুকান’-এ এখন ভুয়ো ভিডিয়ো বিক্রি হচ্ছে ৷

PM Narendra Modi
PM Narendra Modi

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 4:42 PM IST

ধারাশিব (মহারাষ্ট্র), 30 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার জানিয়েছেন যে তাঁর প্রতিদ্বন্দ্বীরা বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে না পেরে সোশাল মিডিয়ায় ভুয়ো ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার জন্য প্রযুক্তির অপব্যবহার করছে ।

তিনি বলেন, "এখন তাদের (বিরোধীরা) অবস্থা এমন যে তাদের মিথ্যা কথা কাজ করছে না, তারা আমার মুখ ব্যবহার করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাদের ‘মহব্বত কি দুকান’-এ ভুয়ো ভিডিয়ো বিক্রি করছে । এই মিথ্যার দোকান বন্ধ করতে হবে । বিরোধীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমার মতো নেতাদের উদ্ধৃতি বিকৃত করছে ৷"

উল্লেখ্য, ‘মহব্বত কি দুকান’ কথাটি ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে কংগ্রেস ও ওই দলের নেতা রাহুল গান্ধির উদ্দেশ্যেই বলেছেন ৷ কারণ, ‘মহব্বত কি দুকান’ এই কথা প্রথম রাহুল গান্ধির মুখেই শোনা গিয়েছিল ৷ তিনি জানিয়েছিলেন, যে বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে তিনি দেশজুড়ে ‘মহব্বত কি দুকান’ খুলতে চান ৷

মঙ্গলবার মহারাষ্ট্রের ধারাশিব জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই প্রধানমন্ত্রী ‘মহব্বত কি দুকান’-এ ভুয়ো ভিডিয়ো বিক্রির কথা বলেন ৷ পাশাপাশি সারা বিশ্বে বাজরার জনপ্রিয়তা বৃদ্ধিতে তাঁর সরকার কী কী করেছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত করব যে সারা বিশ্বের প্রতিটি খাবার টেবিলে যাতে বাজরা পৌঁছে যায় ৷’’ মোদি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বাজরা দিয়ে তৈরি খাবার খেতে পছন্দ করেন ৷

প্রধানমন্ত্রী আরও জানান, তাঁর সরকার চায় তৈলবীজ উৎপাদনে দেশ স্বনির্ভর হোক৷ আর দেশকে স্বনির্ভর করতে শক্তিশালী সরকারের প্রয়োজন হয় বলে তিনি মনে করেন৷ তাঁর মতে, চলতি লোকসভা নির্বাচন আসলে দেশের আত্মমর্যাদার পরিচয় ৷ এ দিনের নির্বাচনী সভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘একটি দুর্বল সরকার, যেকোনও মুহুর্তে যার পতন ঘটতে পারে, সেই সরকার কি শক্তিশালী দেশ গঠন করতে পারবে ?’’

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. বাংলাদেশি ভোটব্যাংকের স্বার্থে কংগ্রেসের 'উত্তরাধিকার সম্পত্তি কর' সমর্থন, তৃণমূলকে নিশানা মোদির
  2. মালদার সংখ্যালঘু ভোটকে টার্গেট করে সিএএ-ব্যাখ্যা মোদির; তিন তালাকে 'মহিলা'দের মন জয়ের চেষ্টা
  3. হিন্দুদের বিশ্বাস-আস্থাকে অপমান করছে কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোট, অভিযোগ মোদির

ABOUT THE AUTHOR

...view details