ব্যারাকপুর, 14 মার্চ: সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' ধৃত শেখ শাহজাহানের সঙ্গে এবার মন্ত্রী পার্থ ভৌমিকের সরাসরি যোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । বৃহস্পতিবার ভাটপাড়ায় নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে অর্জুন দাবি করেন, "নৈহাটিতে শেখ শাহজাহানের বিঘার পর বিঘা জমি রয়েছে । সেই জমি কিনতে সাহায্য করেছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক । তিনি নিজেকে এখানকার 'রাজা' মনে করেন । সেই কারণে তাঁর সহযোগিতা ছাড়া নৈহাটিতে শেখ শাহজাহানের পক্ষে জমি কেনা সম্ভব নয় ।"একইসঙ্গে তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে বলে হুঙ্কার দেন অর্জুন সিং ।
এই বিষয়ে বলতে গিয়ে পার্থ ভৌমিকের সন্দেশখালিতে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে অর্জুন বলেন, "জ্যোতিপ্রিয়'র পর সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর সাঙ্গ-পাঙ্গদের বাঁচাতে পার্থ ভৌমিককে পাঠানো হয়েছিল সেখানে । সেটা সকলেই দেখেছেন । ইডির উপর হামলার পর রেশন দুর্নীতির কাগজপত্র যাতে নির্বিঘ্নে সরিয়ে আনা যায়, তার ব্যবস্থা করতেই সন্দেশখালিতে গিয়েছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক ।"
জানার পরেও কেন অর্জুন দলকে বলেননি বিষয়টা ? তখন তো তৃণমূলেই ছিলেন তিনি ৷ এই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, "দল সবটাই জানে । এই দলে বলার জায়গা নেই । শোনার কেউ নেই । সবটাই তদন্ত হবে । হলুদ ফাইল খোলা হবে নাকি লাল, কালো ফাইল খোলা হবে সেটা সময় হলেই দেখতে পাবেন ।"