কোচবিহার, 13 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছিল মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৷ এবার সেই অঙ্কিতাকে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সম্পাদক করা হল ৷ শুক্রবার সন্ধ্যায় তাঁর হাতে দলের তরফে নিয়োগপত্র তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ৷
সেই নিয়োগপত্র পেয়ে অঙ্কিতা অধিকারী বলেন, "গত লোকসভা নির্বাচনেও দলের হয়ে কাজ করেছি ৷ দলের সকলের সাহায্য পেয়েছি ৷ এবারে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি যে দায়িত্ব দিলেন, তা-ও যথাযথভাবে পালন করার চেষ্টা করব ৷" কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জে দলের হয়ে ভালো কাজ করেছেন বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী ৷ তাই কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদকের দায়িত্ব দেওয়া হল তাঁকে ৷"
প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৷ অভিযোগ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন, ক্ষমতার অপব্যবহার করে মেধাতালিকায় এক নম্বরে মেয়ের নাম তুলিয়ে ছিলেন পরেশ ৷ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের পেশ করা তথ্য প্রমাণের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করে ৷ নিয়োগ হওয়ার পর থেকে যত বেতন পেয়েছিলেন, তা ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেয় আদালত ৷
গোটা ঘটনায় হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ তারপর দীর্ঘদিন অঙ্কিতা অধিকারী অন্তরালে ছিলেন ৷ কয়েকমাস আগে পরেশ অধিকারীর ছেলের মৃত্যুর পর, সক্রিয় রাজনীতিতে পা রাখেন অঙ্কিতা ৷ বিভিন্ন রাজনৈতিক মিটিং-মিছিল থেকে শুরু করে লোকসভা নির্বাচনের প্রচারেও তাঁকে দেখা যায় ৷ এরপরই শুক্রবার রাতে তাঁকে কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয় ৷