পৃথক রাজ্য ও ভাষার স্বীকৃতি না পেলে বিজেপিকে সমর্থন নয় বলে জানাল কেপিপি জলপাইগুড়ি, 4 মার্চ: কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে বিজেপিকে ভোট নয় ৷ উত্তরবঙ্গ জুড়ে কামতাপুরি প্রোগ্রেসিম পার্টির কর্মী-সমর্থকদের লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দানে বিরত থাকার বার্তা দিলেন দলের সভাপতি অমিত রায় ৷ আজ জলপাইগুড়ি থেকেই আলাদা রাজ্য ও ভাষার স্বীকৃতির দাবিতে ভোটের আগে কেন্দ্রের সঙ্গে দর কাষাকষিতে নামল কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি ৷
কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির সমর্থকরা এদিন জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া থেকে বিশাল মিছিল করে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের দফতরে যায় ৷ সেখানে আলাদা রাজ্য ও ভাষার স্বীকৃতির দাবিতে বিক্ষোভ দেখায় নেতৃত্ব ৷ কেপিপির এই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল প্রশাসনের তরফে ৷
কেপিপির সভাপতি অমিত রায় বলেন, "জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কামতাপুরি ভাষা ও রাজ্যের স্বীকৃতির দাবি জানান হল ৷ আমরা কামতাপুরি ভাষাকে অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করার দাবি জানাই ৷ আমরা চাই কামতাপুরি ভাষায় পঠনপাঠন চালু হোক ৷ আমাদের আলাদা রাজ্যের দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে ৷"
তিনি অভিযোগ করেন, "দীর্ঘদিন ধরে জাতির প্রতি যে অবমাননা চলছে, তারই প্রতিবাদ জানাচ্ছি ৷ কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বারবার আলোচনা হলেও টালবাহানা করা হচ্ছে ৷ এখানকার মানুষদের স্থায়ী সমাধান করা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৷ যদি আমাদের সমস্যার সমাধান না করা হয়, তাহলে লোকসভা ভোটে আমরা আমাদের কর্মী সমর্থকদের বলব, বিজেপিকে ভোট দিতে বিরত থাকতে ৷"
অমিত রায়ের দাবি, "অতুল রায় বেঁচে থাকাকালীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয়েছিল ৷ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ভাষাকে অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করা হবে ৷ কিন্তু, তা 2024 সাল পর্যন্ত হল না ৷ আমরা কোনও ভাবেই বিজেপিকে সমর্থন করব না ৷ বিজেপি যাতে ভোট না পায়, তার প্রচার চালাব ৷ শাসকদলের সঙ্গেও আমাদের আলোচনা চলছে ৷ বিজেপির কেন্দ্রীয় সরকার যদি আমাদের সঙ্গে আলোচনা না করে, তাহলে আমরা বিজেপি থেকে বিরত থাকব ৷ রাজ্য সরকার তাও আমাদের স্কুল করছে ৷ স্কুলের সংখ্যা প্রতি জেলায় যাতে বাড়ানো যায়, তার জন্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে ৷"
আরও পড়ুন:
- বিষহীন কেএলও থেকে কোনও ক্ষতির আশঙ্কা নেই ; জানালেন সেনা আধিকারিক
- কীর্তনের কৌশলে পুলিশের চোখে ধুলো, রেল অবরোধে সফল কামতাপুরি যৌথ মঞ্চ
- অনন্তকে রাজ্যসভার প্রস্তাবে বিজেপির চব্বিশের সমীকরণ দেখছে রাজনৈতিকমহল