আমেদাবাদ, মুম্বই, 14 ফেব্রুয়ারি: গুজরাত এবং অন্যান্য রাজ্যে রাজ্যসভার সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। গুজরাত থেকে রাজ্যসভার চারজন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। সংখ্যার নিরিখে গুজরাত বিধানসভায় কংগ্রেসের শক্তি নেই, তাই তারা রাজ্যসভা নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না। বুধবার বিজেপি যে চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তাঁরা হলেন- জেপি নাড্ডা, গোবিন্দ ঢোলাকিয়া, ময়াঙ্ক নায়ক এবং যশবন্ত সিং পারমার ৷
অন্যদিকে, মহারাষ্ট্রে তিনটি আসনের জন্য বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান, যিনি মঙ্গলবারই বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ তাঁর সঙ্গেই পুনের প্রাক্তন বিধায়ক মেধা কুলকার্নি এবং অজিত গোপচদেকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। মহারাষ্ট্র থেকে রাজ্যসভার জন্য বিজেপি যে নাম ঘোষণা করেছে সেখানে প্রথমে অশোক চৌহানের নাম ঠিক করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অশোক চৌহান বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু রাজ্যসভা নির্বাচনের জন্য তার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য মাত্র দু'দিন সময় থাকায়, তিনি বিজেপির আঞ্চলিক কার্যালয়ে আসেন। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।
বিজেপি ঘোষিত প্রার্থীদের তালিকায় একটি অপ্রত্যাশিত নাম সামনে এসেছে, তিনি হলেন নান্দেডের অজিত গোপচদে। প্রাথমিকভাবে আলোচিত নামের তালিকায় যাঁর নাম অন্তর্ভুক্ত ছিল না। মহারাষ্ট্র বিজেপির সহসভাপতির দায়িত্ব দেওয়া হয় অজিত গোপচদেকে। অজিত গোপচদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন কর্মী এবং এর আগে নান্দেডে লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় প্রার্থীদের তালিকায় তাঁর নাম আলোচিত হয়েছিল।