পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

রাজ্যসভায় বিজেপির নতুন মুখ অশোক চৌহান, গুজরাত থেকে সাংসদ হচ্ছেন জেপি নাড্ডা - জেপি নাড্ডা

Rajya Sabha Elections 2024: রাজ্যসভার সাংসদ নির্বাচন 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গুজরাত থেকে রাজ্যসভার চারজন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। বিধানসভায় কংগ্রেসের সংখ্যাগত শক্তি নেই, তাই তারা রাজ্যসভা নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না। বুধবার বিজেপি চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 7:07 PM IST

আমেদাবাদ, মুম্বই, 14 ফেব্রুয়ারি: গুজরাত এবং অন্যান্য রাজ্যে রাজ্যসভার সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। গুজরাত থেকে রাজ্যসভার চারজন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। সংখ্যার নিরিখে গুজরাত বিধানসভায় কংগ্রেসের শক্তি নেই, তাই তারা রাজ্যসভা নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না। বুধবার বিজেপি যে চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তাঁরা হলেন- জেপি নাড্ডা, গোবিন্দ ঢোলাকিয়া, ময়াঙ্ক নায়ক এবং যশবন্ত সিং পারমার ৷

অন্যদিকে, মহারাষ্ট্রে তিনটি আসনের জন্য বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান, যিনি মঙ্গলবারই বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ তাঁর সঙ্গেই পুনের প্রাক্তন বিধায়ক মেধা কুলকার্নি এবং অজিত গোপচদেকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। মহারাষ্ট্র থেকে রাজ্যসভার জন্য বিজেপি যে নাম ঘোষণা করেছে সেখানে প্রথমে অশোক চৌহানের নাম ঠিক করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অশোক চৌহান বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু রাজ্যসভা নির্বাচনের জন্য তার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য মাত্র দু'দিন সময় থাকায়, তিনি বিজেপির আঞ্চলিক কার্যালয়ে আসেন। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।

বিজেপি ঘোষিত প্রার্থীদের তালিকায় একটি অপ্রত্যাশিত নাম সামনে এসেছে, তিনি হলেন নান্দেডের অজিত গোপচদে। প্রাথমিকভাবে আলোচিত নামের তালিকায় যাঁর নাম অন্তর্ভুক্ত ছিল না। মহারাষ্ট্র বিজেপির সহসভাপতির দায়িত্ব দেওয়া হয় অজিত গোপচদেকে। অজিত গোপচদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন কর্মী এবং এর আগে নান্দেডে লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় প্রার্থীদের তালিকায় তাঁর নাম আলোচিত হয়েছিল।

গুজরাত থেকে রাজ্যসভার সাংসদ হবেন জেপি নাড্ডা ৷ হিমাচল প্রদেশ থেকে জেপি নাড্ডা তিনবার বিধায়ক হয়েছেন। 1993 থেকে 2012 পর্যন্ত, নাড্ডা বিধায়ক হয়েছেন। 1998 থেকে 2003 সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ছিলেন। 2014 সালে, তিনি প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ হন। 2014 থেকে 2019 পর্যন্ত নাড্ডা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এখন জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ পাশাপাশি সুপরিচিত হীরা ব্যবসায়ী গোবিন্দ ঢোলাকিয়া মূলত সুরাতের একজন ব্যবসায়ী ৷ কাকা হুলমনা নামে পরিচিত গোবিন্দভাই রাম মন্দির নির্মাণের জন্য 11 কোটি টাকা অনুদান দিয়েছিলেন ৷ কাকাকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করে বিজেপি রিটার্ন গিফট দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ময়াঙ্ক নায়ক উত্তর গুজরাতের অন্যতম বড় ওবিসি মুখ ৷

গুজরাতে বিজেপির বকশিপঞ্চ মোর্চা প্রধান মায়াঙ্ক নায়ককে 'মেরি মাটি, মেরা দেশ' প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি অত্যন্ত সফলতার সাথে সেই দায়িত্ব পালন করেন। ময়াঙ্ক নায়ক বর্তমানে বিজেপির বকশিপঞ্চ মোর্চার রাজ্য প্রধান। অমিত শাহের ঘনিষ্ঠ মায়াঙ্ক নায়ক মূলত মহেসানা জেলার বাসিন্দা এবং একজন বড় মুখ। মায়াঙ্ক নায়ক মেহসানা জেলার পাটানে স্থানীয় স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পরিচালনা করেন।

আরও পড়ুন:

  1. ‘মহান কৃষক নেতা’কে ভারতরত্ন দিলেও কৃষকদের উপর অবিচার মোদি সরকারের, অভিযোগ কংগ্রেসের
  2. 'সন্দেশখালিতে মহিলাদের তুলে নিয়ে যেত তৃণমূলের গুন্ডারা', অভিযোগ স্মৃতি ইরানির
  3. চেয়ারম্যানের পদ গেল শঙ্করের, মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই পরিবর্তন

ABOUT THE AUTHOR

...view details