পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

নরেন্দ্র মোদি গান্ধিজির চতুর্থ বাঁদর হতে চাইছেন, পালটা কটাক্ষ সেলিমের - Md Salim

Md Salim slams to Modi: আরামবাগে নির্বাচনী সভা থেকে সন্দেশখালি নিয়ে সুর চড়ান নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি কংগ্রেস, সিপিএমের বিরুদ্ধেও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন ইন্ডিয়া জোট নিয়ে। যার পালটা নরেন্দ্র মোদিকে গান্ধিজির চুতুর্থ বাঁদর হতে চাইছেন বলে পালটা কটাক্ষ করলেন মহম্মদ সেলিম ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 10:20 PM IST

Updated : Mar 2, 2024, 6:01 AM IST

কলকাতা, 1 মার্চ: সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যার পালটা নরেন্দ্র মোদিকে গান্ধিজির চুতুর্থ বাঁদর হতে চাইছেন বলে পালটা কটাক্ষ করলেন মহম্মদ সেলিম ৷ সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, "সন্দেশখালি নিয়ে এতদিন চুপ করে ছিলেন কেন, ভোটের জন্য ? মমতা যেমন দূরবীন দিয়ে সিপিএম দেখতে পান না, প্রধানমন্ত্রী তেমন চশমা পরেও পান না দেখতে ৷"

এদিন আরামবাগে আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। পরে নির্বাচনী সভা থেকে সন্দেশখালি নিয়ে সুর চড়ান তৃণমূলের বিরুদ্ধে ৷ পাশাপাশি কংগ্রেস, সিপিএমের বিরুদ্ধেও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন ইন্ডিয়া জোট নিয়ে। সন্দেশখালি নিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন না তোলায় আদতে ইন্ডিয়া জোটের নেতাদের গান্ধিজির বাঁদরের সঙ্গে তুলনা করেন মোদি। প্রধানমন্ত্রীর দাবি, বিজেপির আন্দোলনের চাপে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে রাজ্যের পুলিশ। রাজ্যে যত লুট হচ্ছে অন্যায় হচ্ছে তার বিচার দেবে বলেন গ্যারান্টি দেন তিনি।

এই প্রসঙ্গে পালটা আক্রমণ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, "তিনি সরকারি মঞ্চ থেকে ধর্মকে ভোটের স্বার্থে ব্যবহার করতে পারলে সন্দেশখালি মহিলা নির্যতনকেও ভোটের স্বার্থে স্বাভাবিকভাবেই ব্যবহার করবেন। হাথরস, মণিপুরের ঘটনায় তিনি কোথায় ছিলেন ? মমতা আর মোদি রাজনীতিকে নাটকের মঞ্চ করেছে। যত বেশি বলবেন তত আসল চেহারা বেরিয়ে আসবে।" গান্ধিজির বাঁদর প্রসঙ্গে পালটা তিনি বলেন, "উনি (প্রধানমন্ত্রী) গান্ধিজির চতুর্থ বাঁদর হতে চাইছেন ?"

মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী বৈঠক প্রসঙ্গে সেলিম বলেন, "ঠকবাজি হয়, বৈঠকবাজিও হয়। একটা শাহজাহানকে ধরতে 56 দিন ! কোথায় ছিল বিজেপি ? মেহুল চক্সিকে ধরতে কতদিন লাগাচ্ছে ? দেশের ব্যাংক থেকে লক্ষ-কোটি টাকা লুট করেছে তাদের খোঁজ বিজেপি সরকার জানে না। দু'জনেই আদবানির পাঠশালায় পড়েছেন। বিজেপি-তৃণমূল এক সঙ্গে সন্দেশখালিতে পঞ্চায়েত চালিয়েছিল। কলকাতা কর্পোরেশন চালিয়েছিল। যতদিন মোদি রাজ থাকবে তত দিন লুট হবে। পিএম কেয়ার থেকে রাজনৈতিক বন্ড কত কথা বলেছেন ?"

আরও পড়ুন

স্রেফ গল্প হয়েছে, মোদি সাক্ষাতের পর জানালেন মমতা

গান্ধিজির তিন বাঁদর হল ইন্ডিয়া জোট, সন্দেশখালি নিয়ে কংগ্রেস-সিপিএমকে কটাক্ষ মোদির

Last Updated : Mar 2, 2024, 6:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details