ETV Bharat / bharat

এরোস্পেস ইঞ্জিনিয়ার থেকে সন্ন্যাসীর জীবন, সংসারে মন নেই আইআইটি বাবার - HARYANA IIT BABA VIRAL IN MAHAKUMBH

মুম্বই আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করেছেন ৷ এরপর দেশ-বিদেশে চাকরিও করেন ৷ তারপর দেশে ফিরে সন্ন্যাসী হয়ে যান অভয় সিং ৷

IIT Baba in Mahakumbh and his photo when he was youth
(বাঁদিক থেকে) মহাকুম্ভে আইআইটি বাবা অভয় সিং এবং তাঁরই কয়েক বছর আগেরকার ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 11:02 PM IST

ঝাজ্জর, 15 জানুয়ারি: কথায় আছে, জীবনকে পুরোপুরি ভোগ করে, তার সারমর্ম উপলব্ধি করে মানুষ অধ্যাত্মের রাস্তায় হাঁটতে শুরু করে ৷ এমনটা অনুভব করেছেন হরিয়ানার বাসিন্দা অভয় সিং ৷ যিনি আইআইটি বাবা নামে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ৷ তাঁর ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷

অভয় সিং এখন আইআইটি বাবা, কারণ তিনি মুম্বইয়ের আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি অর্জন করেছেন ৷ এরপর কিছুদিন ভারত ও কানাডায় চাকরি করেছেন ৷ তারপর তিনি সাধু হয়ে যান ৷

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বাবা অভয় সিং বলেন, "আমি হরিয়ানার ঝাজ্জরে জন্মগ্রহণ করেছিলাম ৷ সেখানেই পড়াশোনা ৷ এরপর জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিয়েছিলাম ৷ পরে মুম্বই আইআইটিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি ৷ জীবন নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে ৷ ইঞ্জিনিয়ারিং থেকে আমার রাস্তা বদলে আর্টসে পৌঁছেছি ৷ এরপর যতদিন না পর্যন্ত আমি চূড়ান্ত সত্যকে উপলব্ধি করেছি, ততদিন পর্যন্ত আমার জীবনের প্রতি বাঁকেই পরিবর্তন এসেছে ৷"

তিনি আরও বলেন, "একটা সময় আমি জীবনের মানে জানতে চেয়েছিলাম ৷ এরপর আমি ভাগ্যে যা আছে, তার সন্ধান পেলাম ৷ আপনি যদি বহু মানুষের জীবন নিয়ে জানতে পারেন, তাহলে দেখবেন তাঁদের নিজেদের কোনও পছন্দ নেই ৷ আপনি ভক্তি বেছে নেননি, সেটা শুধুমাত্র ফলাফল ৷ এই সবকিছুর মধ্যে একটা সংযোগ ৷"

এদিকে, অভয় সিংয়ের বাবা করণ গ্রেওয়ালের সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত। তিনি ঝাজ্জর কোর্টের আইনজীবী ৷ তিনি জানিয়েছেন, অভয় সিং শৈশব থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন ৷ স্থানীয় স্কুলে পড়াশোনার পাঠ শেষ করে অভয় দিল্লিতে পড়াশোনা করেন ৷ এরপর তিনি মুম্বই আইআইটিতে বিটেক পড়ার সুযোগ পান এবং সেখান থেকে পাশ করেন ৷ এরপর তিনি ডিজাইনিংয়ের একটি কোর্সে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেন ৷

তাঁর বাবা জানালেন, অভয় দিল্লি এবং কানাডায় কয়েকটি বহুজাতিক সংস্থায় কাজ করেছেন ৷ কানাডা থেকে তিনি ভারতে বাড়ি ফিরে আসেন ৷ এই সময় শীতকালে তিনি মানালি, শিমলা, হরিদ্বারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান ৷

ছেলের সঙ্গে করণ গ্রেওয়ালের শেষ কথা হয়েছিল 6 মাস আগে ৷ তিনি জানেন না, ছেলে কোথায় কখন থাকে ৷ অভয় সিং পরিবারের থেকে দূরে থাকতে পছন্দ করেন ৷ এদিকে বাবা ও পরিবারের বাকি সদস্যরা চান, বাড়ির ছেলে বাড়ি ফিরে আসুক ৷ তাঁর মা বারবার ছেলেকে অনুরোধ করেছেন, তিনি যেন বাড়ি ফেরেন ৷ গৃহীর জীবন যাপন করেন ৷ কিন্তু অভয় সাফ জানিয়ে দিয়েছেন, তা আর সম্ভব নয় ৷ তিনি এখন সন্ন্যাসী ৷

অভয়ের বাবা ভেবেছিলেন ছেলে হয়তো হরিদ্বারে আছেন ৷ কিন্তু সোশাল মিডিয়া থেকে জানতে পারেন যে তিনি প্রয়াগরাজে মহাকুম্ভে রয়েছেন ৷ তাঁর বাবা বলেন, "আমি নিশ্চিত ছেলে এখন নিরাপদে আছে ৷ ওর বোনও ওর কথা মনে করে ৷"

ঝাজ্জর, 15 জানুয়ারি: কথায় আছে, জীবনকে পুরোপুরি ভোগ করে, তার সারমর্ম উপলব্ধি করে মানুষ অধ্যাত্মের রাস্তায় হাঁটতে শুরু করে ৷ এমনটা অনুভব করেছেন হরিয়ানার বাসিন্দা অভয় সিং ৷ যিনি আইআইটি বাবা নামে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ৷ তাঁর ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷

অভয় সিং এখন আইআইটি বাবা, কারণ তিনি মুম্বইয়ের আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি অর্জন করেছেন ৷ এরপর কিছুদিন ভারত ও কানাডায় চাকরি করেছেন ৷ তারপর তিনি সাধু হয়ে যান ৷

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বাবা অভয় সিং বলেন, "আমি হরিয়ানার ঝাজ্জরে জন্মগ্রহণ করেছিলাম ৷ সেখানেই পড়াশোনা ৷ এরপর জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিয়েছিলাম ৷ পরে মুম্বই আইআইটিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি ৷ জীবন নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে ৷ ইঞ্জিনিয়ারিং থেকে আমার রাস্তা বদলে আর্টসে পৌঁছেছি ৷ এরপর যতদিন না পর্যন্ত আমি চূড়ান্ত সত্যকে উপলব্ধি করেছি, ততদিন পর্যন্ত আমার জীবনের প্রতি বাঁকেই পরিবর্তন এসেছে ৷"

তিনি আরও বলেন, "একটা সময় আমি জীবনের মানে জানতে চেয়েছিলাম ৷ এরপর আমি ভাগ্যে যা আছে, তার সন্ধান পেলাম ৷ আপনি যদি বহু মানুষের জীবন নিয়ে জানতে পারেন, তাহলে দেখবেন তাঁদের নিজেদের কোনও পছন্দ নেই ৷ আপনি ভক্তি বেছে নেননি, সেটা শুধুমাত্র ফলাফল ৷ এই সবকিছুর মধ্যে একটা সংযোগ ৷"

এদিকে, অভয় সিংয়ের বাবা করণ গ্রেওয়ালের সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত। তিনি ঝাজ্জর কোর্টের আইনজীবী ৷ তিনি জানিয়েছেন, অভয় সিং শৈশব থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন ৷ স্থানীয় স্কুলে পড়াশোনার পাঠ শেষ করে অভয় দিল্লিতে পড়াশোনা করেন ৷ এরপর তিনি মুম্বই আইআইটিতে বিটেক পড়ার সুযোগ পান এবং সেখান থেকে পাশ করেন ৷ এরপর তিনি ডিজাইনিংয়ের একটি কোর্সে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেন ৷

তাঁর বাবা জানালেন, অভয় দিল্লি এবং কানাডায় কয়েকটি বহুজাতিক সংস্থায় কাজ করেছেন ৷ কানাডা থেকে তিনি ভারতে বাড়ি ফিরে আসেন ৷ এই সময় শীতকালে তিনি মানালি, শিমলা, হরিদ্বারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান ৷

ছেলের সঙ্গে করণ গ্রেওয়ালের শেষ কথা হয়েছিল 6 মাস আগে ৷ তিনি জানেন না, ছেলে কোথায় কখন থাকে ৷ অভয় সিং পরিবারের থেকে দূরে থাকতে পছন্দ করেন ৷ এদিকে বাবা ও পরিবারের বাকি সদস্যরা চান, বাড়ির ছেলে বাড়ি ফিরে আসুক ৷ তাঁর মা বারবার ছেলেকে অনুরোধ করেছেন, তিনি যেন বাড়ি ফেরেন ৷ গৃহীর জীবন যাপন করেন ৷ কিন্তু অভয় সাফ জানিয়ে দিয়েছেন, তা আর সম্ভব নয় ৷ তিনি এখন সন্ন্যাসী ৷

অভয়ের বাবা ভেবেছিলেন ছেলে হয়তো হরিদ্বারে আছেন ৷ কিন্তু সোশাল মিডিয়া থেকে জানতে পারেন যে তিনি প্রয়াগরাজে মহাকুম্ভে রয়েছেন ৷ তাঁর বাবা বলেন, "আমি নিশ্চিত ছেলে এখন নিরাপদে আছে ৷ ওর বোনও ওর কথা মনে করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.