পুরুলিয়া, 7 মে: উত্তরপ্রদেশে ভোটারকে পিটিয়ে খুন করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে, তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, এই ঘটনার পরও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেবে না ৷ কারণ, হিসাবে তিনি বলেন, "মডেল কোড অফ কনডাক্ট এখন মোদি কোড অফ কনডাক্টে পরিণত হয়েছে ৷ বিজেপির নির্লজ্জ দালালি করছে কমিশন ৷ অত্য়াচার করে ভোট হয় না ৷"
পুরুলিয়ার পাড়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচার থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুধু এ রাজ্যে নয়, এদিন উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "উত্তরপ্রদেশে ভোট দিতে গিয়েছিল তাঁকে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে ৷ উত্তরপ্রদেশে মুসলিমদের ভোট দিতেও বাধা দেওয়া হচ্ছে ৷ কিন্তু এসব ক্ষেত্রে কমিশন কোনও ব্যবস্থা নেবে না ৷"
এরপরই অবশ্য পালটা হুঁশিয়ারী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি সাফ বলেন, "বাংলায় হাত দিতে এলে হাত ভেঙে দেওয়া হবে ৷" একই সঙ্গে বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন মমতা বলেন, "বিজেপি এখন কূলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্য়া প্রচার করছে ৷ এত বড় মিথ্য়াবাদী প্রধানমন্ত্রী দেখিনি ৷ প্রধানমন্ত্রী যদি মিথ্যা বলেন, তখন তাঁকে ভোট না দিয়ে বিতাড়িত করা উচিৎ ৷"