কলকাতা, 3 ফেব্রুয়ারি: ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসকে আক্রমণ করা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় নানা ধরনের বাধা সৃষ্টি, অনুমতি না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । তারপরেও তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নে নমনীয় থাকায় কংগ্রেস কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশকে শুক্রবার তীব্র কটাক্ষ করলেন সিপিএম পলিটব্যুরো নেতা ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । ন্যায় যাত্রায় বাধা দেওয়া ও অসহযোগিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আক্রমণ শানালেন সিপিএম নেতা ।
একদিকে চলছে বিজেপি বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'র বৈঠক ৷ আর অন্যদিকে রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা । অসমে এই ন্যায় যাত্রাকে সেখানকার সরকার অনুমতি না দেওয়া থেকে শাসকদল বিজেপির হামলার মত ঘটনা ঘটেছে । একইভাবে এ রাজ্যে রাহুল গান্ধির নেতৃত্বে ন্যায় যাত্রা ঢুকলে প্রশাসনের তরফে নানাভাবে অসহযোগিতার অভিযোগ উঠেছে । তারপরেও দিল্লির কংগ্রেসের নেতা জয়রাম রমেশ তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নমনীয় ভূমিকা দেখানো নিয়ে মহম্মদ সেলিম বলেন, "কার কথা বললেন ? এত দিন তো জয় শ্রীরাম শুনছিলাম । মধ্যপদলোপী জয় শ্রী রাম । শ্রী টা তুলে দিলে বা পদ লোভী জয়রাম । বাংলার ভবিষ্যত বাংলার মানুষ ঠিক করবেন । জয়রামও করবে না, জয় শ্রী রামও করবে না ।"
এদিকে ন্যায় যাত্রা নিয়ে মমতাকে আক্রমণ করে সেলিম বলেন, "বীরভূমে গতকাল আমি নিজে দেখা করি রাহুল গান্ধির সঙ্গে । তাঁদের ন্যায় যাত্রায় স্বাগত জানাই । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুরনো কংগ্রেস নেতা ছিল এখন বিজেপি হয়ে যা করেছে সেটা এ রাজ্যেও হবে আশা করিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে বাঁচাতে যা করছেন তা অগণতান্ত্রিক । তিনিও প্রাক্তন কংগ্রেসী । রাহুল যে সুরক্ষা পায় তাতে মঞ্চের পিডব্লিউডি সার্টিফিকেট দিতে হয় । স্বাধীনতায় ইংরেজ বিরুদ্ধে গান্ধি অসহযোগ আন্দোলন করেছিলেন । সেই পরিবারের রাহুলের ন্যায় যাত্রায় আরএসএসের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করছেন । রেড রোডে আমরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গ্রেফতার হয়েছিলাম । সেখানে পুলিশ নিজে মঞ্চ করেছে মমতার । এখানে আইনের শাসন কম ।"