আলিপুরদুয়ার, 5 এপ্রিল: লোকসভা নির্বাচনে এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়বেন মনোজ টিজ্ঞা ৷ এছাড়াও তিনি একজন প্রাথমিক শিক্ষক, মাদারিহাটের বিধায়ক বর্তমানে বিধানসভায় দলের চিপ হুইপ ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বরাইক ও আরএসপি প্রার্থী মিলি ওঁরাও ৷ মনোনয়ন পর্ব শেষ ৷ ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণ কত তা জানিয়েছেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ৷ সেই বিষয়েই খোঁজ নিল ইটিভি ভারত ৷
2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী
মনোজ টিগ্গার হাতে নগদ রয়েছে 75 হাজার টাকা ।
তাঁর স্ত্রীর হাতে রয়েছে 25 হাজার টাকা ।
তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ
ব্যাঙ্ক, বিমা, 30 গ্রাম সোনা, মোটর বাইক ও চার চাকার গাড়ি মিলিয়ে রয়েছে মোট 27 লাখ 62 হাজার 412 টাকা । স্ত্রী পমি টিগ্গা একজন অঙ্গনওয়াড়ি হেল্পার । তাঁর রয়েছে 40 গ্রাম সোনা, ব্যাঙ্ক, বিমা মিলিয়ে মোট প্রায় 7 লক্ষ 72 হাজার 611 টাকা গচ্ছিত আছে।
স্থাবর সম্পত্তি
জমি বাড়ি নিয়ে 16 লাখ টাকার সম্পত্তি রয়েছে মনোজ টিগ্গার ৷ স্ত্রীর নামে জমি ও বাড়ি কিছুই নেই । অন্যদিকে হলফনামা অনুযায়ী মনোজ টিগ্গার বিরুদ্ধে 6টি মামলা রয়েছে । আলিপুরদুয়ার, বীরপাড়া, ফালাকাটা, কলকাতা হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা আছে । দাঙ্গা-সহ অবৈধ জমায়েত, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট-সহ জাতীয় পতাকা অবমাননার অভিযোগ রয়েছে।
তবে প্রার্থী হিসেবে মনোজের নাম ঘোষণা হওয়ার পর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই কেন্দ্রেরই বর্তমান বিজেপি সাংসদ জন বার্লা ৷ তাঁকে 24 নির্বাচনে টিকিট না দেওয়ায় বার্লা অভিযোগ করেছিলেন যে, মনোজ টিগ্গাই তাঁর বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের কান ভাঙিয়েছেন ৷ তাই টিগ্গার হয়ে প্রচারে নামবেন না বলে জানিয়েছিলেন বিদায়ী বিজেপি সাংসদ জন বার্লা ৷ পরে অবশ্য তিনিই 180 ডিগ্রি অবস্থান বদলে দলের মনোনীত প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে নেমেছেন ৷ এখন দেখার 4 জুন মনোজ টিগ্গা শেষ হাসি হাসতে পারেন কি না ৷
আরও পড়ুন :
- জলপাইগুড়িতে তৃণমূলের অধ্যাপক প্রার্থীর সম্পত্তি কত ? জেনে নিন
- জলপাইগুড়িতে দুই ফুলকে টেক্কা দিল বামপ্রার্থীর সম্পত্তি !
- কয়েক কোটির সম্পত্তি, কম নয় সোনার পরিমাণও, দেখুন রাহুল গান্ধির হলফনামা