পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ব্রিগেড থেকে দিল্লির কানে বাংলার ‘গর্জন’ পৌঁছে দেওয়ার আবেদন মমতার - BJP

Mamata Banerjee's Messege on TMCs Brigade Rally: আগামী রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ ৷ বাংলার শাসক দল ওই সমাবেশের নাম দিয়েছে জনগর্জন সভা ৷ সেই সভায় যোগদানের জন্য সকলকে আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার মানুষের কাছে সংস্কৃতি রক্ষার জন্যই এই সমাবেশে যোগদানের আবেদন জানিয়েছেন তিনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 3:59 PM IST

Updated : Mar 6, 2024, 4:20 PM IST

কলকাতা, 6 মার্চ: তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে রাজ্যের সব মানুষকে যোগদান করার জন্য আহ্বান জানালেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার এক ভিডিয়ো বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘অপসংস্কৃতির বিরুদ্ধে, যার যার সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি ৷’’ আর সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন ৷’’

বুধবার দুপুর 3টে 6 মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ 4 মিনিট 16 সেকেন্ডের ওই ভিডিয়োর সঙ্গে সংশ্লিষ্ট পোস্টে লেখা হয়, ‘‘বাংলার ধৈর্য ও সৌজন্যকে তার দুর্বলতা বলে ভুল করা উচিত নয় । 10 মার্চ বহিরাগত জমিদারদের এটা মনে করিয়ে দিতে হবে । এই রবিবার ব্রিগেড গ্রাউন্ডে জনগর্জন সভা একটি ঐতিহাসিক ঘটনা হবে সেই ভূমিতে, যা সর্বদা তার অধিকারের জন্য লড়াই করেছে । বাংলার নিরাপদ ভবিষ্যতের জন্য জনগণের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগ দিন । বাংলাই দেখাবে পথ !’’

ওই ভিডিয়োর শুরুতে আগামী রবিবার (10 মার্চের) ব্রিগেড সমাবেশে সাধারণ মানুষকে যোগদানের আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বলেন, ‘‘মানুষের এই সমবেত জমায়েতই এগিয়ে নিয়ে যাবে বাংলাকে ৷’’ তার পর নাম না করে একের পর এক ইস্যু তুলে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেন ৷ আবারও তিনি বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে ৷ গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে ৷ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ স্বাস্থ্য কর্মসূচির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷’’ এছাড়া আরও অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন ৷

এর পরই তিনি বাংলার সংস্কৃতির প্রসঙ্গ টানেন ৷ তৃণমূল নেত্রীর অভিযোগ, বাংলায় বিকৃত সংস্কৃতি তৈরি করে দেওয়া হচ্ছে ৷ বাংলা হচ্ছে দেশের সাংস্কৃতিক রাজধানী ৷ বাংলা সব সংস্কৃতিকে সম্মান জানায় ৷ তিনি বলেন, ‘‘আজ অপসংস্কৃতির নাম করে বাংলাকে ভাগ করার চক্রান্ত, বাংলার সংস্কৃতি শেষ করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানতে পারি না ৷’’ তিনি আরও জানান, বাংলা সকলকে আপন করে নেয় ৷

এই সবের বিরুদ্ধেই বাংলার মানুষকে আগামী রবিবার তৃণমূলের ব্রিগেডে যোগদানের আহ্বান জানান তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় যাঁরা বসবাস করেন, অপসংস্কৃতির বিরুদ্ধে, যাঁর যাঁর সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি ৷’’ আর সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে আওয়াজ পৌঁছে দেওয়ার আবেদনও করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. গোটা দেশে নিরপেক্ষ নির্বাচন একমাত্র বাংলাতেই হয়, কমিশনকে বার্তা মমতার
  2. রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে, উত্তরবঙ্গের ট্রেন বাতিল প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার
  3. ফোন করে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, অভিযোগ মমতার
Last Updated : Mar 6, 2024, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details