খড়গ্রাম (মুর্শিদাবাদ), 29 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিতেই মুর্শিদাবাদ লোকসভা আসনে প্রার্থী হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সোমবার মুর্শিদাবাদের খড়গ্রামে আয়োজিত একটি নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এমনই অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
এ দিন মমতার জনসভা যে এলাকায় হয়, তা জঙ্গিপুর লোকসভা আসনের অধীনে ৷ কিন্তু তার পরও পাশের মুর্শিদাবাদ লোকসভার কথা চলে আসে মমতার ভাষণে ৷ সেখানে সিপিএমের রাজ্য সম্পাদকের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হন তৃণমূল নেত্রী ৷
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজপাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে ৷ জাকিরকে বলে গেলাম, খলিলুরকেও বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, নজর দিতে হবে ৷ এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে ৷ আমাদের ভোট কেটে, সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে ৷ এই ভুলটা যেন আমরা না করি ৷ আমি আমার কথা আপনাদের কাছে বললাম ৷ আমি আবেদন করলাম ৷’’
এখানে বাজপাখি বলতে যে মমতা আসলে মহম্মদ সেলিমকে বুঝিয়েছেন, তা তাঁর ভাষণ পুরোটা শুনলেই বোঝা যাচ্ছে ৷ কারণ, বাজপাখির বিষয়টি তিনি তোলেন ভাষণের একেবারে শেষের দিকে ৷ কিন্তু সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে ভোট-কাটাকাটির অভিযোগ আগেই উল্লেখ করেন মমতা ৷ সেই সময়ই মমতার মুখে সিপিএমের রাজ্য সম্পাদকের নাম শোনা যায় ৷
নিজের ভাষণে ভোট কাটাকাটির প্রসঙ্গ তুলে প্রথমে মমতা বলেন, ‘‘ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে ৷ অন্যান্য রাজনৈতিক দলরা, তাদের যে ভালোবেসে সবাই ভোট দিচ্ছে, তা নয় ৷ কিন্তু বিজেপির উপরে সকলে বিরক্ত ৷ তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে লড়াই করছেন বাংলার বাইরে পান, আমরা নিশ্চই চাই ৷ আমরা যেখানে লড়াই করছি সেটুকু বাদ দিয়ে ৷’’
তাঁর এই বক্তব্যে স্পষ্ট যে তিনি চাইছেন বাংলায় বিজেপি বিরোধী সব ভোট তৃণমূল কংগ্রেসই পাক ৷ সেই কারণে তিনি বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমের গোপন আঁতাতের অভিযোগ আরও একবার তুলেছেন ৷ মমতা বলেন, ‘‘মনে রাখবেন বাংলায় বিজেপির দু’টো চোখ ৷ আর একটা সিপিএম আর একটা কংগ্রেস ৷ দু’জনে মিলে জোট তৈরি করেছে ৷ সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি ? মা-বোনেরা সিপিএমের আমলের সব অত্যাচার ভুলে গেলেন ?’’
এর পরই মমতার মুখে সেলিমের নাম শোনা যায় ৷ তিনি বলেন, ‘‘মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে ৷ উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে ৷ মালদায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে ৷ অর্থাৎ যে আসনগুলো তৃণমূলের পাক্কা আসন, সেগুলোতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘেঁটে দিয়ে যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে ৷’’
তাই জনতার উদ্দেশ্যে মমতার আবেদন, ‘‘আমি বারবার বলব ভুল করলে কিন্তু আর হবে না ৷ এই সুযোগ হারাবেন না ৷’’
আরও পড়ুন:
- ধস কবলিতরা বিপদে পড়লে ইসিএলকে ছাড়ব না, কেন্দ্রের পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি মমতার
- আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী..., দাঁতনের সভায় মন্তব্য মমতার
- ঊনিশের তুলনায় উত্তরপ্রদেশে এবার কম আসন পাবে বিজেপি, দাবি মমতার