দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি: সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রে দলের নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শাসক দলের সূত্র থেকে জানা গিয়েছে, 2021 সালে ওই জেলার জয়ী বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকা দেখভালের দায়িত্ব দিয়েছেন ৷ কিন্তু হেরে যাওয়ার তিনটি আসনের মধ্যে দু’টিতে একাধিক নেতাকে দায়িত্ব দিয়েছেন তিনি ৷ আর দুর্গাপুর পশ্চিমের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বনাথ পাড়িয়ালকে ৷ জেলার রাজনীতিতে যিনি ‘বিশু’ নামে পরিচিত ৷
রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভাও রয়েছে । বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছিল বিশ্বনাথ পাড়িয়ালকে । কিন্তু 2021 সালের নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন । পশ্চিম বিধানসভায় পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে লোকসভা নির্বাচনের বাড়তি দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ।’’
বিশ্বনাথ পাড়িয়াল 2016 ও 2021 সালে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন ৷ 2016 সালে তিনি জয়ী হন৷ 2021 সালে তিনি হেরে যান ৷ শিল্পাঞ্চলের রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা জানাচ্ছেন, বিশ্বনাথ পাড়িয়াল ওরফে বিশু 2016 সালে দুর্গাপুর পশ্চিম আসন থেকে তৃণমূল প্রার্থী হতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁকে প্রার্থী করেনি শাসক দল ৷ তখন তিনি বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে তৃণমূলকেই হারিয়ে দেন ৷
পরে তিনি তৃণমূলে যোগদান করেন ৷ 2021 সালে তিনি তৃণমূলের প্রার্থী হয়েই ওই কেন্দ্রে লড়াই করেন ৷ কিন্তু হেরে যান বিজেপির কাছে ৷ অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁকে হারতে হয় ৷ শিল্পাঞ্চলের এক শ্রমিক নেতা ও স্থানীয় এক প্রাক্তন বিধায়কের সঙ্গে ‘ভালো’ সম্পর্ক না থাকার কারণেই তাঁকে হারতে হয় ৷ সেই গোষ্ঠীদ্বন্দ্ব এখনও বিদ্যমান বলে শিল্পাঞ্চলে শোনা যায় ৷