অভিষেকের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি মালদা, 23 এপ্রিল: প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপির মহিলা প্রার্থীকে বেহায়া সম্বোধন করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর প্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি ৷ এদিন বৈষ্ণবনগরের আইটিআই সংলগ্ন ময়দানে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে নির্বাচনী জনসভা করেন অভিষেক ৷ বিকেলের দিকে হওয়ায় সভাস্থল ছিল ভিড়ে পরিপূর্ণ ৷ বক্তব্য রাখতে গিয়ে একাধারে বিজেপি ও কংগ্রেসকে নিশানা করেন অভিষেক ৷ এই কেন্দ্রে ওই দুই দলের প্রার্থী নিয়েও সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ বিজেপি প্রার্থীকে নাম না করে বেহায়াও বলেন তিনি।
অভিষেক বলেন, "একুশের বিধানসভা নির্বাচনের হিসেবে এই কেন্দ্রে থাকা সাতটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে তৃণমূল প্রায় সাড়ে তিন লাখ ভোটে এগিয়ে রয়েছে ৷ এই ব্যবধান বাড়াতে হবে ৷ এখানে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি সুজাপুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে এক লাখ 30 হাজার ভোটে হেরেছিল ৷ কতটা নির্লজ্জ্ব হলে বিধানসভায় এক লাখ 30 হাজার ভোটে হেরে যাওয়ার পরও কেউ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে ৷ তারপরেও ভোট কেটে বিজেপির সুবিধে করতে তিনি এই কেন্দ্রে লড়াই করছেন ৷"
এরপরেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নাম না করে অভিষেক বলেন, "আজ বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন ৷ গাড়ি নিয়ে ঘুরছেন। আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন ৷ আপনি নির্ভয়া নন, আপনি নির্মম ৷ আপনি বেহায়া ৷ আপনি নিরুদ্দেশ ৷ আপনি ব্যর্থ ৷ আপনি মানুষকে বঞ্চিত-লাঞ্ছিত-অত্যাচারিত করে রাখা দলের প্রতিনিধি ৷ মানুষ আপনাকে ভোট দেবে না ৷ মালদার মানুষ জানে, বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক ৷"
প্রকাশ্য মঞ্চে এক মহিলাকে বেহায়া সম্বোধনের প্রতিবাদে অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে মালদা জেলা বিজেপি ৷ দলের জেলা মুখপাত্র অজয় গঙ্গোপাধ্যায় বলেন, "নারী নির্যাতন থেকে শুরু করে নারীদের শ্লীলতাহানি বা নারীদের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য করা তৃণমূলের কালচার ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রকাশ্য মঞ্চ থেকে আমাদের মহিলা প্রার্থীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, আমরা তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছি ৷"
আরও পড়ুন :
- দিল্লিতে নতুন সরকার গড়লে 11 জনজাতিকে স্বীকৃতি দেব; গ্যারান্টি অভিষেকের
- 'দিল্লির কুকুর হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে বাঁচব', মমতার সুরেই হুঙ্কার অভিষেকের
- রানাঘাটের সভা থেকে শর্তাপেক্ষে সিএএ'কে সমর্থনের কথা অভিষেকের গলায়