জন বারলার তৃণমূলে যোগদানের জল্পনা জিইয়ে রাখলেন মহুয়া গোপ জলপাইগুড়ি, 7 মার্চ:আলিপুরদুয়ার থেকে লোকসভা নির্বাচনে এবারে বিজেপির টিকিট পাননি জন বারলা ৷ তাতে বেশ ক্ষুব্ধ হয়েছেন তিনি ৷ এরপরেই আলিপুরদুয়ারের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে জল্পনা তুঙ্গে ৷ সেই জল্পনাকে জিইয়ে রাখলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ৷
তিনি বলেন, " এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় ৷ কাকে টিকিট দেবে কাকে দেবে না সেটা বিজেপি বুঝবে । তবে যাঁরা গ্রহণযোগ্য বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেস বরাবরই তাঁদেরকে কাছে টেনে নিয়েছে । কাজের সুযোগ করে দিয়েছে । যাঁরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করেছে । বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে সামিল হয়েছে অনেকে । তাঁর উদাহরণ হল জলপাইগুড়ি জেলার বাম নেতা বুলুচিক বড়াইক ৷ তিনি এখন তৃণমূলের মন্ত্রী । এইরকম অনেক উদাহরণ রয়েছে । কাজ করার মানুষের গ্রহণযোগ্যতা দলে রয়েছে, দেখা যাক শীর্ষ নেতৃত্ব কী করে । তাঁরাই সিদ্ধান্ত নেবেন ৷"
যদিও তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন না বলে জানিয়ে জন বারলা এই জল্পনাকে অস্বীকার করেছেন । তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ধীরে চলো নীতি অবলম্বন করা হয়েছে । এমনটা স্পষ্ট মহুয়া গোপের মন্তব্য থেকেই ৷
জানা গিয়েছে, ইতিমধ্যেই জন বারলা তাঁর অনুগামীদের মধ্যে বৈঠক করেছেন । 'নো ভোট টু মনোজ টিগ্গা' স্লোগানও উঠেছে । বুধবার মাদারিহাটে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজের অনুষ্ঠানের যোগ দিতে গিয়ে মনোজ টিগ্গাকে সরাসরি আলিপুরদুয়ারের প্রার্থী পদ থেকে সরে দাঁড়াতে বলেন জন বারলা । তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের যাওয়ার কোন বিষয় নেই । আমি বিজেপিতেই আছি । আমি দলের বিরুদ্ধে কোন কথা বলব না । কিন্তু আমার সঙ্গে দলের কিছু নেতা ছল করেছে । তাঁর মধ্যে মনোজ টিগ্গা অন্যতম ।
বিজেপি সাংসদের অনুগামী তথা শ্রমিক সংগঠনের অন্যতম নেতা সন্তোষ হাতি বলেন, "জন বারলা বা আমাদের তৃণমূল কংগ্রেসে যাওয়ার কোন বিষয় এক্ষুনি নেই । আমাদের সেন্ট্রাল কমিটির বৈঠক হবে । জন বারলা সেন্ট্রাল কমিটির বৈঠকের পরেই আমাদের ভবিষ্যত পরিকল্পনার কথা ঘোষণা করবেন । তবে এক্ষুনি কোন কথা বলার নেই ।"
আরও পড়ুন:
- আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা
- মনোজ টিগ্গা প্রার্থী হতেই আলিপুরদুয়ারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
- প্রথম প্রার্থী তালিকায় নেই বর্তমান 33 সাংসদ, নতুন মুখে আস্থা রাখছে বিজেপি